শিরোনাম:
নাটুদাহে জমি নিয়ে বিরোধে যুবতী ও বৃদ্ধাকে মারধর
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
- আপলোড টাইম : ০৫:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে যুবতী মিলি ও বৃদ্ধা আকলিমাকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, জগন্নাথপুর গ্রামের ইছাহাকের ছেলে মাহবুবের সঙ্গে আকলিমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মাহবুব, তার ভাই মোস্তফা, ছহিরদ্দীর ছেলে স্বপন, সায়েমের ছেলে রায়হান এবং মোস্তফার স্ত্রী মাছুরা মিলে মিলি ও মুন্নার স্ত্রী বৃদ্ধা আকলিমাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আকলিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাইরে থাকার অযুহাতে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ট্যাগ :