দামুড়হুদার কলাবাড়ীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী
- আপলোড টাইম : ০৮:৪১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘‘আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতে ফেরেশতামণ্ডলীকে বললেন, ‘আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই।’ ফেরেশতারা বললেন, ‘হে রাব্বুল আলামিন, তোমার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। তুমি এমন সম্প্রদায় সৃষ্টি করছো, যারা পৃথিবীতে মারামারি করবে!’ এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ‘আমি যা জানি, তা তোমরা জানো না।”’
তিনি আরোও বলেন, ‘আল্লাহ যখন মানবজাতিকে সৃষ্টি করলেন, তখন তিনি আদম (আ.)-কে সব সৃষ্ট জীবের নাম শিখিয়েছিলেন। পরে আদম (আ.)-কে পৃথিবীর জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সব কিছুর নাম ধারাবাহিকভাবে বলে দেন। কিন্তু ফেরেশতাদের সে সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা কিছুই বলতে পারেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদমকে সিজদা করতে বলেন। সব ফেরেশতা সিজদা করলেও আজাজিল অস্বীকার করে। আল্লাহর হুকুম অমান্য করায় আজাজিল শয়তানে পরিণত হয়।’ এছাড়াও রুহুল আমিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর দর্শনা ফাজিল মাদ্রাসায় প্রথম অভিভাবক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জামায়াত-সমর্থিত প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে-আলহামদুলিল্লাহ।’ গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় জুড়ানপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে কলাবাড়ী গ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি শামীমুল হক ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া ও যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাফেল, তারিকুল ইসলাম, আরিফ মোল্লা, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজানুর রহমান ও লিটন শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাশিদুল হক।