ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় জামায়াতের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা পৌরসভার রেলস্টেশন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, মাওলানা শাহিন সাঈদ, মাওলানা আবু হানিফ, মোশাররফ হোসেন, সামছুল আরেফিন রিপন, হায়াত আলী, গোলাম মুক্তাদির, ইসমাইলসহ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। পরে মাগরিবের নামাজের পর বণ্ডবিল উত্তরপাড়া জামে মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, ‘এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ, আদর্শবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব। জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে প্রমাণ করুন-নামাজ যেমন ফরজ, তেমনি কুরআনের আইন প্রতিষ্ঠাও ফরজ।’ এসময় জেলা কর্মপরিষদের সদস্য আলতাফ হোসেন ও নূর মোহাম্মদ টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আবু হানিফ, ইসমাইল, সামছুল আরেফিন রিপনসহ জামায়াতের অন্যান্য নেতা-কর্মী, সহযোগী সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় জামায়াতের গণসংযোগ

আপলোড টাইম : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা পৌরসভার রেলস্টেশন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, মাওলানা শাহিন সাঈদ, মাওলানা আবু হানিফ, মোশাররফ হোসেন, সামছুল আরেফিন রিপন, হায়াত আলী, গোলাম মুক্তাদির, ইসমাইলসহ জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। পরে মাগরিবের নামাজের পর বণ্ডবিল উত্তরপাড়া জামে মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, ‘এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ, আদর্শবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব। জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা ইসলামের পক্ষে অবস্থান নিয়ে প্রমাণ করুন-নামাজ যেমন ফরজ, তেমনি কুরআনের আইন প্রতিষ্ঠাও ফরজ।’ এসময় জেলা কর্মপরিষদের সদস্য আলতাফ হোসেন ও নূর মোহাম্মদ টিপু, পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, মাওলানা আবু হানিফ, ইসমাইল, সামছুল আরেফিন রিপনসহ জামায়াতের অন্যান্য নেতা-কর্মী, সহযোগী সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।