ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গার গোবিন্দপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৮:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় যুব সংগঠন ঐক্যের ডাক সংগঠনের আয়োজনে গোবিন্দপুরের জোহা মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ সাইদ।

তিনি বলেন, ‘সরকার সম্পূর্ণভাবে চিকিৎসার সেবা প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া এই ধরনের সংগঠন আরও এগিয়ে এলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এছাড়াও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর চিকিৎসার মান উন্নত করলে দেশ ও জাতি উপকৃত হবে। আমি এলাকার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমার সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মীর রেজওয়ানুল আবেদ। তিনি বলেন, ‘এই ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।’ আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

শামীম রেজার উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ.রাজ্জাক। এছাড়া ‘ঐক্যের ডাক’ সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার গোবিন্দপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড টাইম : ০৮:২৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় যুব সংগঠন ঐক্যের ডাক সংগঠনের আয়োজনে গোবিন্দপুরের জোহা মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ সাইদ।

তিনি বলেন, ‘সরকার সম্পূর্ণভাবে চিকিৎসার সেবা প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া এই ধরনের সংগঠন আরও এগিয়ে এলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এছাড়াও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর চিকিৎসার মান উন্নত করলে দেশ ও জাতি উপকৃত হবে। আমি এলাকার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমার সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মীর রেজওয়ানুল আবেদ। তিনি বলেন, ‘এই ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।’ আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সেবামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

শামীম রেজার উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ.রাজ্জাক। এছাড়া ‘ঐক্যের ডাক’ সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।