আলমডাঙ্গায় ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৩) এবং ভোলারদাড়ী গ্রামের মণ্টু রহমানের ছেলে শিলন আলী (২৫)।
জানা গেছে, আলমগীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং তার সহযোগী শিলন আলীর মাধ্যমে গাঁজা বিক্রি করতেন। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে পূর্ব থেকেই অভিযোগ ছিল। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।