ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

অবৈধ সীমান্ত পারাপারকারী ৪০ বাংলাদেশি আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী প্রায় ৪০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার দিবাগত রাতে যাদবপুর বিওপির নায়েব সুবেদার মো. ওসমানের নেতৃত্বে গোপালপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজাপুর গ্রামের আল আমিনের আমবাগানের মধ্যে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে, সোমবার দিবাগত রাতে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক দুজন (নারী) ধুর আটক করা হয়। তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়ায় হাবিলদার মো. শাহানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক দুজন নাগরিককে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া গত সোমবার সন্ধ্যায় কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অপর দিকে, সোমবার রাতে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাইলবাড়িয়ায় নায়েক মো. আব্দুর সাত্তারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক তিনজনকে আটক করা হয়। এছাড়া শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক চারজনকে আটক করা হয়। একই দিন বাঘাডাংগা বিওপির হাবিলদার মো. জিনারুল ইসলামের নেতৃত্বে একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পলিয়ানপুর বিওপির হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ৫ জনকে আটক করা হয়। সবাইকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া গতকাল মঙ্গলবার শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিহরনগর গ্রামে হতে হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি ৮ জন নাগরিককে আটক করা হয়। একই দিন বাঘাডাংগা বিওপির নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি ৮ জন নাগরিককে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

অবৈধ সীমান্ত পারাপারকারী ৪০ বাংলাদেশি আটক

আপলোড টাইম : ০৮:২৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী প্রায় ৪০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার দিবাগত রাতে যাদবপুর বিওপির নায়েব সুবেদার মো. ওসমানের নেতৃত্বে গোপালপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজাপুর গ্রামের আল আমিনের আমবাগানের মধ্যে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে, সোমবার দিবাগত রাতে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক দুজন (নারী) ধুর আটক করা হয়। তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়ায় হাবিলদার মো. শাহানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক দুজন নাগরিককে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া গত সোমবার সন্ধ্যায় কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অপর দিকে, সোমবার রাতে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মাইলবাড়িয়ায় নায়েক মো. আব্দুর সাত্তারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক তিনজনকে আটক করা হয়। এছাড়া শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক চারজনকে আটক করা হয়। একই দিন বাঘাডাংগা বিওপির হাবিলদার মো. জিনারুল ইসলামের নেতৃত্বে একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পলিয়ানপুর বিওপির হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ৫ জনকে আটক করা হয়। সবাইকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এছাড়া গতকাল মঙ্গলবার শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিহরনগর গ্রামে হতে হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি ৮ জন নাগরিককে আটক করা হয়। একই দিন বাঘাডাংগা বিওপির নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি ৮ জন নাগরিককে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।