ইপেপার । আজ সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র দেওয়ার সময় টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বিদ্যালয় থেকে ৫২ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অভিভাবকরা অভিযোগ করেন, প্রবেশপত্র নিতে গিয়ে প্রতিজনকে ৫০ টাকা করে দিতে হয়েছে। টাকা নেওয়ার রসিদও দেওয়া হয়নি। এক শিক্ষার্থীর বাবা নিমাই সাহা জানান, তার ছেলে প্রবেশপত্র আনতে গিয়ে টাকা দিয়েছে, যা খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ দাবি করেন, প্রবেশপত্র ডাউনলোডের জন্য টাকা নেওয়া হয়েছে। কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল বলেন, ‘প্রবেশপত্রের জন্য টাকা নেওয়ার বিধান নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ

আপলোড টাইম : ০৮:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র দেওয়ার সময় টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বিদ্যালয় থেকে ৫২ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অভিভাবকরা অভিযোগ করেন, প্রবেশপত্র নিতে গিয়ে প্রতিজনকে ৫০ টাকা করে দিতে হয়েছে। টাকা নেওয়ার রসিদও দেওয়া হয়নি। এক শিক্ষার্থীর বাবা নিমাই সাহা জানান, তার ছেলে প্রবেশপত্র আনতে গিয়ে টাকা দিয়েছে, যা খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ দাবি করেন, প্রবেশপত্র ডাউনলোডের জন্য টাকা নেওয়া হয়েছে। কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল বলেন, ‘প্রবেশপত্রের জন্য টাকা নেওয়ার বিধান নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’