ঝিনাইদহে আধিপত্য বিস্তার ও সামাজিক দল গঠন নিয়ে দ্বন্দ্ব
ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটে এলাকাজুড়ে আতঙ্ক
- আপলোড টাইম : ০৬:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে আধিপত্য বিস্তার ও সামাজিক দল গঠন নিয়ে বিরোধের জেরে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে হামলার এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পাকা গ্রামের আব্দুল কাদের ও সুবিদ আলী চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়িতে স্থানীয় নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে যান। এ ঘটনা নিয়ে সন্ধ্যায় ঘোড়শাল বাজারে সুবিদ আলীর লোকজন তাঁদের ওপর চড়াও হয়। পরে মধ্যরাতে আব্দুল কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ।
হামলায় আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়াউদ্দিন, আব্দুর রশিদ, আমিরুল ইসলামসহ কয়েকজনের বাড়ি ভাঙচুর ও লুটপাট হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে গতকালও। সুবিদ আলী মুঠোফোনে বলেন, ‘জেলা পর্যায়ের এক নেতার ইন্ধনে এ হামলা হয়েছে। কাদের আগে লিল্টন চেয়ারম্যানের সমর্থক ছিল, এখন বিএনপিতে ঢুকে অস্থিরতা সৃষ্টি করছে।’
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ মামলা করতে আসেনি।’