ঝিনাইদহে একশ’ বিঘা সরকারি জমি বেহাত হওয়ার শঙ্কা
- আপলোড টাইম : ০৬:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাওড়ের প্রায় ১০০ বিঘা সরকারি জমি দখলের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। ভেকু মেশিন দিয়ে বাওড়ের জমি সমান করে চাষযোগ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।
বাওড় ব্যবস্থাপনা কমিটির সদস্য লাল্টু মণ্ডল জানান, বেড়াদী গ্রামের ৭৯ জন ব্যক্তি পূর্বে জমির মালিকানা দাবি করে মামলা করলেও আদালত সেটি খারিজ করে সরকারের স্বত্ব বহাল রাখেন। তবুও, হবিবার রহমান, মুনছুর আলী মাস্টার, খোকন, আকবর আলী, ঠান্ডু মিয়া ও বিশারত আলী বাওড়ের জমিতে ভেকু মেশিন লাগিয়ে মাটি ফেলে দখল চেষ্টা করছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, ‘সরকারি জমি কেউ দখল করতে পারবে না।’ তিনি ঘটনাস্থলে ভূমি কর্মকর্তাকে তদন্তে পাঠিয়েছেন। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ জানান, অভিযোগ পেলে তিনি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবেন।