মহেশপুরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
- আপলোড টাইম : ০৬:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামুনগাছি গ্রামে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭০০ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক রকি আহমেদ ও রিঙ্কু মিয়া জানান, সোমবার গভীর রাতে বামুনগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। রকি আহমেদ বলেন, তিনি দুই বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছিলেন এবং কিছু ফল ইতোমধ্যে বিক্রিও করেছেন। গতকাল মঙ্গলবার সকালে মাঠে গিয়ে দেখেন, তার সব গাছ কেটে ফেলা হয়েছে।
অপর দিকে, রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমিতে থাকা প্রায় ৭০০ পেয়ারা গাছও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না তবে আইনের আশ্রয় নেবেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জ উদ্দিন মৃধা বলেন, এমন ঘটনার ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।