মেহেরপুরে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়ীসহ আটক ৫, মাদক উদ্ধার
- আপলোড টাইম : ০৫:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মিয়াপাড়ার চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহির উদ্দিন (৫৫) ও তার স্ত্রী চায়না খাতুন (৫০) এবং আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় তিন মাসের কারাদণ্ড এবং বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।