ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলাসহ থাকছে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্য ও চেতনার ধারক ও বাহক হিসেবে যথাযথ মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক হোসেন আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপনের অংশ হিসেবে নববর্ষের দিন সকাল ৮টায় চুয়াডাঙ্গা ভি জে স্কুলমাঠ (চাঁদমারী) থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে জেলার সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বাঙালিয়ানার পোশাকে অংশ নেবেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাসান চত্বর ও কবরী রোড হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হবে। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বিশ্রাম নেবেন, যেখানে পৌরসভা ও কলেজের যৌথ ব্যবস্থাপনায় মুড়ি, মুড়কি ও বাতাসা বিতরণ করা হবে। এছাড়া কলেজের পক্ষ থেকে পান্তা-ইলিশ পরিবেশনের কথাও রয়েছে।

বাঙালি সাজে ঐতিহ্য তুলে ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো ‘ক’ (প্রাথমিক), ‘খ’ (মাধ্যমিক) ও ‘গ’ (কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন) এই তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণ করা হবে লোকজ মেলার সমাপনী দিনে। সভা পরিচালনা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলাসহ থাকছে নানা আয়োজন

আপলোড টাইম : ০৭:৫৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্য ও চেতনার ধারক ও বাহক হিসেবে যথাযথ মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক হোসেন আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপনের অংশ হিসেবে নববর্ষের দিন সকাল ৮টায় চুয়াডাঙ্গা ভি জে স্কুলমাঠ (চাঁদমারী) থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে জেলার সকল সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বাঙালিয়ানার পোশাকে অংশ নেবেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাসান চত্বর ও কবরী রোড হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হবে। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বিশ্রাম নেবেন, যেখানে পৌরসভা ও কলেজের যৌথ ব্যবস্থাপনায় মুড়ি, মুড়কি ও বাতাসা বিতরণ করা হবে। এছাড়া কলেজের পক্ষ থেকে পান্তা-ইলিশ পরিবেশনের কথাও রয়েছে।

বাঙালি সাজে ঐতিহ্য তুলে ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো ‘ক’ (প্রাথমিক), ‘খ’ (মাধ্যমিক) ও ‘গ’ (কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন) এই তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণ করা হবে লোকজ মেলার সমাপনী দিনে। সভা পরিচালনা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।