ইপেপার । আজ সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ছাত্রদলের মানববন্ধন, মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে বিশ্ব মুসলিম উম্মাহকে দাঁড়ানোর আহ্বান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও রাফাহবাসীর ওপর ইসরায়েল বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শহিদ হাসান চত্বরে সমাবেশ করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। সমাবেশে শাহাজান খান বলেন, ইসরায়েলের হামলার প্রতিবাদে সকলকে রুখে দাঁড়াতে হবে। তাদের পণ্য বয়কট করতে হবে। আমাদের সুযোগ থাকলে আমরা অবশ্যই গাজাবাসীর পক্ষে সরাসরি যুদ্ধ করতাম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, বর্তমান আধুনিক বিশ্বে ইসরায়েলের এই বর্বর হত্যাযজ্ঞ আইয়্যামে জাহিলিয়াত যুগের কথা মনে করিয়ে দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ধারাবাহিক হামলায় প্রায় ৫০ হাজার ৭০০ জনের মতো শহিদ হয়েছেন, যেখানে অনেকেই শিশু ছিল। গত কয়েকদিনে রাফায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৩৫০ জন শহিদ হয়েছে, যার মধ্যে ৪৯০ জন শিশু। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে বিশ্বের মুসলিম উম্মাহকে দাঁড়াতে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাতের উপস্থাপনায় বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, একরামুল হক, নাফিজা খানম সুরভী, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, রিফাত উল হক, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য শোয়েব তিতাস, রাহাত উল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, মোস্তাফিজুর রহমান কনক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল প্রমুখ।

এদিকে, দখলদার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বশির রায়হান, সিনিয়র সহসভাপতি নকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।

এছাড়া ফিলিস্তিনের গাজায় খলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা ছাত্রদলের সভাপতি সামীনুজ্জামান সামিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মার্কিন ও ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে নেতারা বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক স্তব্ধ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, ছাত্রদলের আব্দুস সালাম, শাহরিয়ার রাসেল, বখতিয়ার মাহমুদ, ইমরান হোসেন, সাহেদ হোসেন, মেহেদী হাসান, সাকিব হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অপর দিকে, সরোজগঞ্জে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সরোজগঞ্জের মানবসেবা ব্লাড ডোনার সংস্থা ও তৌহিদ জনতার উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাসুদ বিল্লাহ, আব্দুল মালেক, বজলুর রহমান, কামাল মাস্টার, সব্দুল্লাহ সব্দুল, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামসহ তৌহিদ জনতা। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয়, ইসরায়েলের সকল ধরনের দ্রব্য পণ্য এক সপ্তাহের মধ্যেও প্রত্যেক দোকান থেকে বেচা বিক্রয় নিষিদ্ধ করতে হবে। এই এক সপ্তাহ পরে যদি কোনো দোকানে ইসরায়েলের সকল পণ্য থাকে, সেই সকল দোকানদারদের শাস্তির ব্যবস্থা করা হবে।

এছাড়া দখলদার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আর এসি শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উৎপল হালদার, সহসভাপতি আরিফুল ইসলাম, সহসভাপতি আবু সাঈদ স্বপন, সাধারণ সম্পাদক আমানত, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ছাত্রদলের মানববন্ধন, মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে বিশ্ব মুসলিম উম্মাহকে দাঁড়ানোর আহ্বান

আপলোড টাইম : ০৭:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও রাফাহবাসীর ওপর ইসরায়েল বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শহিদ হাসান চত্বরে সমাবেশ করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন। সমাবেশে শাহাজান খান বলেন, ইসরায়েলের হামলার প্রতিবাদে সকলকে রুখে দাঁড়াতে হবে। তাদের পণ্য বয়কট করতে হবে। আমাদের সুযোগ থাকলে আমরা অবশ্যই গাজাবাসীর পক্ষে সরাসরি যুদ্ধ করতাম। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, বর্তমান আধুনিক বিশ্বে ইসরায়েলের এই বর্বর হত্যাযজ্ঞ আইয়্যামে জাহিলিয়াত যুগের কথা মনে করিয়ে দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ধারাবাহিক হামলায় প্রায় ৫০ হাজার ৭০০ জনের মতো শহিদ হয়েছেন, যেখানে অনেকেই শিশু ছিল। গত কয়েকদিনে রাফায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৩৫০ জন শহিদ হয়েছে, যার মধ্যে ৪৯০ জন শিশু। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে বিশ্বের মুসলিম উম্মাহকে দাঁড়াতে হবে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাতের উপস্থাপনায় বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, একরামুল হক, নাফিজা খানম সুরভী, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, স্বাধীন শেখ, রাশিদুল ইসলাম, রিফাত উল হক, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সদস্য শোয়েব তিতাস, রাহাত উল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান, মোস্তাফিজুর রহমান কনক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল প্রমুখ।

এদিকে, দখলদার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি বশির রায়হান, সিনিয়র সহসভাপতি নকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।

এছাড়া ফিলিস্তিনের গাজায় খলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল দুপুর সাড়ে ১২টায় জেলা ছাত্রদলের সভাপতি সামীনুজ্জামান সামিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মার্কিন ও ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে নেতারা বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক স্তব্ধ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।’ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, ছাত্রদলের আব্দুস সালাম, শাহরিয়ার রাসেল, বখতিয়ার মাহমুদ, ইমরান হোসেন, সাহেদ হোসেন, মেহেদী হাসান, সাকিব হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অপর দিকে, সরোজগঞ্জে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সরোজগঞ্জের মানবসেবা ব্লাড ডোনার সংস্থা ও তৌহিদ জনতার উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাসুদ বিল্লাহ, আব্দুল মালেক, বজলুর রহমান, কামাল মাস্টার, সব্দুল্লাহ সব্দুল, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামসহ তৌহিদ জনতা। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলা হয়, ইসরায়েলের সকল ধরনের দ্রব্য পণ্য এক সপ্তাহের মধ্যেও প্রত্যেক দোকান থেকে বেচা বিক্রয় নিষিদ্ধ করতে হবে। এই এক সপ্তাহ পরে যদি কোনো দোকানে ইসরায়েলের সকল পণ্য থাকে, সেই সকল দোকানদারদের শাস্তির ব্যবস্থা করা হবে।

এছাড়া দখলদার ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আর এসি শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উৎপল হালদার, সহসভাপতি আরিফুল ইসলাম, সহসভাপতি আবু সাঈদ স্বপন, সাধারণ সম্পাদক আমানত, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।