ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

মাতৃস্বাস্থ্য সুরক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

‘৭ এপ্রিল’ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর হাসপাতাল ফটক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা শুরু হয়।

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদেরকে স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়ন ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানায়। নিরাপদ জন্মের পরিবেশ সৃষ্টি করা এবং সঠিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। বর্তমান স্বাস্থ্য সেবা ব্যবস্থা অনেক উন্নতি করেছে, তবে আরও মনোযোগী হতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পায়।’ তিনি আরও বলেন, ‘নিরাপদ জন্ম একটি অধিকার, যা আমাদের সকলের সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে সম্ভব। স্বাস্থ্য খাতে সরকারের পদক্ষেপ এবং বিভিন্ন স্বাস্থ্য সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত এবং সুস্থ সমাজ গঠন সম্ভব হবে।’

বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষৎ হোক আলোকিত।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, অর্থ কনসালটেন্ট ডা. রোকনুজ্জামান, জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানূল হক তন্ময়, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডাক্তার শাফিউল কবির জিপু। এছাড়াও সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, বক্ষবাধি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

মাতৃস্বাস্থ্য সুরক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান

আপলোড টাইম : ০৫:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

‘৭ এপ্রিল’ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর হাসপাতাল ফটক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে আলোচনা সভা শুরু হয়।

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদেরকে স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়ন ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার প্রতি গুরুত্ব দিতে আহ্বান জানায়। নিরাপদ জন্মের পরিবেশ সৃষ্টি করা এবং সঠিক স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। বর্তমান স্বাস্থ্য সেবা ব্যবস্থা অনেক উন্নতি করেছে, তবে আরও মনোযোগী হতে হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পায়।’ তিনি আরও বলেন, ‘নিরাপদ জন্ম একটি অধিকার, যা আমাদের সকলের সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে সম্ভব। স্বাস্থ্য খাতে সরকারের পদক্ষেপ এবং বিভিন্ন স্বাস্থ্য সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকিত এবং সুস্থ সমাজ গঠন সম্ভব হবে।’

বিশ্ব স্বাস্থ্য দিবসে এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষৎ হোক আলোকিত।’ চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি থেকে বক্তব্য দেন সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, অর্থ কনসালটেন্ট ডা. রোকনুজ্জামান, জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানূল হক তন্ময়, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক ডাক্তার শাফিউল কবির জিপু। এছাড়াও সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী, বক্ষবাধি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।