চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভায় এসপি গোলাম মওলা
অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে
- আপলোড টাইম : ০৫:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার থানা মসজিদ প্রাঙ্গনে জেলা ট্রাফিক বিভাগ এ আয়োজন করে। সচেতনতামূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। নিয়মবহির্ভূত মোটরসাইকেল চলাচল, হেলমেট পরিধান না করা, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকার কারণে নিয়মিত গাড়ি আটক করা হচ্ছে এবং মামলার সংখ্যা বাড়ছে।
শহরের প্রধান সড়কগুলোতে যাত্রী ও পণ্যবাহী কিছু যানবাহনে যত্রতত্র যাত্রী ওঠানো ও নামানোর পাশাপাশি অবৈধভাবে পার্কিং করে থাকে, ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের জনদুর্ভোগ বাড়ছে। জনসচেতনতামূলক এই সভায় চুয়াডাঙ্গা বাসমালিক সমিতির নেতৃবৃন্দ, ইজিবাইক ও অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ট্রাফিক সচেতনতামূলক সভার আয়োজন করেন।
সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘অদক্ষ চালকরা সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের কারণে পুরো পরিবারকে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে।’ এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।