হাটবোয়ালিয়া মেরিট মডেল স্কুলে বিদায় ও নবীন বরণ
- আপলোড টাইম : ০৫:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মেরিট মডেল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি রাজীব আল জায়েদীর হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মিজানুর রহমান মিজান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, বাজার কমিটির সহসভাপতি আহাদ আলী, ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, সাংবাদিক সোহেল হুদা, সেলিম রেজা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকন ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক সাংবাদিক মুর্শিদ কলিন। আরও উপস্থিত ছিলেন মেরিট মডেল স্কুলের পরিচালক শাহাবুল ইসলাম, প্রধান শিক্ষক বখতিয়ার খলজি, সিনিয়র শিক্ষক সামসুল হক মধু, আশাবুল ইসলাম প্রমুখ।