ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গা ও দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার

নিষিদ্ধ ছাত্রলীগের তিন ক্যাডার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০১:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গত রোববার দিবাগত রাতে শহরের পোস্ট অফিসপাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তারকৃত দুজন হলেন- চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার মৃত শাফিনাতুল হাসান জোয়ার্দ্দারের দুই ছেলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডার অয়ন হাসান জোয়ার্দ্দার (৩৫) ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দার (৩৩)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানতে পারে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডার অয়ন ও অভি জোয়ার্দ্দার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে গ্রেপ্তার করা হয় অয়ন হাসান জোয়ার্দ্দার ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দারকে। এসময় তাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি ক্রিচ, একটি চাপাতি ও ধারালো একটি চাকু।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগের ক্যাডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিক দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের স্কুলপাড়ার মৃত তনু মল্লিকের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাতে দর্শনা থানা-পুলিশ দর্শনা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করবে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ও দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার

নিষিদ্ধ ছাত্রলীগের তিন ক্যাডার গ্রেপ্তার

আপলোড টাইম : ০১:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গত রোববার দিবাগত রাতে শহরের পোস্ট অফিসপাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেপ্তারকৃত দুজন হলেন- চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার মৃত শাফিনাতুল হাসান জোয়ার্দ্দারের দুই ছেলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডার অয়ন হাসান জোয়ার্দ্দার (৩৫) ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দার (৩৩)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানতে পারে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডার অয়ন ও অভি জোয়ার্দ্দার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে গ্রেপ্তার করা হয় অয়ন হাসান জোয়ার্দ্দার ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দারকে। এসময় তাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি ক্রিচ, একটি চাপাতি ও ধারালো একটি চাকু।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগের ক্যাডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ছাত্র সংগঠন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল ইসলাম ওরফে আরিফ মল্লিক দর্শনা পৌরসভাধীন শ্যামপুর গ্রামের স্কুলপাড়ার মৃত তনু মল্লিকের ছেলে। পুলিশ জানায়, সোমবার রাতে দর্শনা থানা-পুলিশ দর্শনা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করবে পুলিশ।