খেলাফত মজলিস নেতা জুবায়েরের দাদীর দাফন সম্পন্ন
- আপলোড টাইম : ০৫:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের চুয়াডাঙ্গার জেলা সাধারণ সম্পাদক ও মারকাজুল উলুম বালিহুদা মাদ্রাসার পরিচালক মাওলানা জুবায়ের খানের দাদী জুলেখা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার সন্ধ্যা সাতটায় আন্দুলবাড়ীয়া গ্রামের পশ্চিম বাজার পাড়ায় অবস্থিত ইন্দিরা পাড় সংলগ্ন নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়ার পীর হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন, আন্দুলাড়ীয়া মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান আলম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এক বিবৃতি দিয়েছেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।