ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

হাটবোয়ালিয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
  • আপলোড টাইম : ০৮:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের ঈদ পুনর্মিলনী উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সোহেল হুদা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘মাদককে না বলুন। এ ধরনের খেলাধুলা আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার‌্যকর ভূমিকা রাখে। স্কুল কর্তৃপক্ষকে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও সাংবাদিক মুর্শিদ কলিন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রবণতা কমে যাচ্ছে। এমন সময়েও নতুন কুঁড়ির শিক্ষার্থীরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায় খুব ভালো লাগছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক মহাবুল ইসলাম, অধ্যক্ষ শাহাবুল ইসলাম ওয়াসিম, শিক্ষক আকমল হোসেন, আব্দুল মান্নান, বাদল রশিদসহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে বর্তমান ছাত্র-শিক্ষক দল ২০২১-২২ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন সোহেল শাহ। টুর্নামেন্টটি অনলাইনে প্রচার করেন প্রাক্তন শিক্ষার্থী ও টাইম টিভির সম্পাদক তাহমিদ আল হুদা তাইফ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

হাটবোয়ালিয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

আপলোড টাইম : ০৮:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের ঈদ পুনর্মিলনী উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সোহেল হুদা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘মাদককে না বলুন। এ ধরনের খেলাধুলা আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার‌্যকর ভূমিকা রাখে। স্কুল কর্তৃপক্ষকে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও সাংবাদিক মুর্শিদ কলিন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রবণতা কমে যাচ্ছে। এমন সময়েও নতুন কুঁড়ির শিক্ষার্থীরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায় খুব ভালো লাগছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক মহাবুল ইসলাম, অধ্যক্ষ শাহাবুল ইসলাম ওয়াসিম, শিক্ষক আকমল হোসেন, আব্দুল মান্নান, বাদল রশিদসহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে বর্তমান ছাত্র-শিক্ষক দল ২০২১-২২ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন সোহেল শাহ। টুর্নামেন্টটি অনলাইনে প্রচার করেন প্রাক্তন শিক্ষার্থী ও টাইম টিভির সম্পাদক তাহমিদ আল হুদা তাইফ।