পারকৃষ্ণপুর-মদনার ইউনিয়নের কামারপাড়ায় ঈদ প্রীতি ফুটবল খেলা
- আপলোড টাইম : ০৭:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঈদ স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কামারপাড়া যুব সমাজের উদ্যোগে ‘ঈদ আনন্দে আমরা আমরা’ স্লোগানে গ্রামের স্কুলমাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ফুটবল খেলায় অংশগ্রহণ করে কামারপাড়া যুব সিনিয়র একাদশ বনাম কামারপাড়া যুব জুনিয়র একাদশ। খেলায় কামারপাড়া যুব সিনিয়র একাদশ ৩-০ গোলে জয়লাভ করে। খেলা দেখতে গ্রামের ছোট-বড় নারী-পুরুষদের ভিড় জমে। খেলার আকর্ষণ হিসেবে ছিল দুটি বড় রাজহাঁস। মূলত দীর্ঘদিন পর গ্রামের অনেকে বাইরে বিভিন্ন স্থান থেকে ছুটি পেয়ে গ্রামে এসে একত্রিত হয়েছে, তাই সেই একত্রিত হওয়াটাকে আরও উৎসাহ-উদ্দীপনায় রূপ দিতে এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানান খেলার আয়োজকেরা। খেলাটি পরিচালনা করেন ইমতিয়াজ হোসেন শাওন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এস জামিল রুবেল।