চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা
- আপলোড টাইম : ০৮:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চুয়াডাঙ্গা জেলা থেকে সদ্য পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া সার্জেন্ট মো. বুলবুল আহামেদ ও এসআই সাখাওয়াত হোসেনকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার। পদোন্নতির পর বুলবুল আহামেদ মাগুরা জেলায় ও সাখাওয়াত হোসেন সাতক্ষীরা জেলায় বদলি হয়েছেন। এছাড়া, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আব্দুল্লাহ আল-সাকিল বদলি হয়েছেন ঢাকা রেঞ্জে। বিদায়ী এই কর্মকর্তাদের সম্মানে পুলিশ সুপার সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন। গতকাল জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল টহল, জাল টাকা, অজ্ঞানপার্টি ও মলমপার্টি চক্রের বিরুদ্ধে অভিযান, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। এছাড়াও, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শপিংমল, হাইওয়ে ও লোকাল রাস্তায় পুলিশের টহল জোরদার করার নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি থানা এলাকায় সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।