ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় যেভাবে উদ্যাপিত হবে মহান স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন পূর্বেই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে। গত ১২ মার্চ সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় তা জাননো হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মাঠে কুচকাওয়াজ, জেলা প্রশাসক কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বাদ যোহর বা সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে বিশেষ খাবার পরিবেশন, দিনব্যাপী জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে চুয়াডাঙ্গা সদর ও পৌর সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ, জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, বিনোদনমূলক স্থানে শিশুদেরন বিনা টিকিকে ভ্রমণ ও তথ্য অফিসের প্রমাণ্যচিত্র প্রদর্শনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।

এছাড়াও, সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে বড় বাজার শহীদ হাসান চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন/স্মৃতিসৌধ/মুক্তিযুদ্ধ কমপ্লেক্স/ স্থাপনাসমূহে আলোকসজ্জা এবং হাসান চত্বরে আলপনা ও আলোকসজ্জা করা হবে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ম্যাচ/টি-টোয়েন্টি ক্রিকেট/কাবাডি/হা-ডু-ডু ইত্যাদি খেলার আয়োজন হয়। এছাড়াও ২০ মার্চ থেকে ২৫ মার্চ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় যেভাবে উদ্যাপিত হবে মহান স্বাধীনতা দিবস

আপলোড টাইম : ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন পূর্বেই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে। গত ১২ মার্চ সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সংক্রান্ত প্রস্তুতি সভায় তা জাননো হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মাঠে কুচকাওয়াজ, জেলা প্রশাসক কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়াও, সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বাদ যোহর বা সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে বিশেষ খাবার পরিবেশন, দিনব্যাপী জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও রঙিন নিশান দিয়ে চুয়াডাঙ্গা সদর ও পৌর সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ, জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, বিনোদনমূলক স্থানে শিশুদেরন বিনা টিকিকে ভ্রমণ ও তথ্য অফিসের প্রমাণ্যচিত্র প্রদর্শনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।

এছাড়াও, সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে বড় বাজার শহীদ হাসান চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন/স্মৃতিসৌধ/মুক্তিযুদ্ধ কমপ্লেক্স/ স্থাপনাসমূহে আলোকসজ্জা এবং হাসান চত্বরে আলপনা ও আলোকসজ্জা করা হবে।

উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল ম্যাচ/টি-টোয়েন্টি ক্রিকেট/কাবাডি/হা-ডু-ডু ইত্যাদি খেলার আয়োজন হয়। এছাড়াও ২০ মার্চ থেকে ২৫ মার্চ জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।