চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৮:২৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বড় বাজার, বাদুরতলা ও সাতগাড়ি এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বিভিন্ন কাপড়ের দোকান, শোরুম তদারকি করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে গৌতম কুমার ঘোষের প্রতিষ্ঠান ব্লু ড্রিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুমনের প্রতিষ্ঠান মেসার্স সুমন স্টোরকে অগ্নিনির্বাপকের লাইসেন্স ও যন্ত্র নবায়ন না করায় ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বা ওষুধ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’