চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে গণহত্যা দিবস পালন
জাতির জন্য আত্মত্যাগকারীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ
- আপলোড টাইম : ০৮:১৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শহিদবেদীতে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্জ্বলন, আলোক মিছিল, প্রতীকী ব্লাক আউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। সভায় সভাপত্বিত করেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। সভায় ২৫ মার্চ গণহত্যার তাৎপর্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দিবসটা সকলের স্মৃতিচারণ করতে হবে। বাঙালি জাতির একটা দুঃখজনক ইতিহাস। ১৯৭১ সালের এ দিনে বাঙালি জাতির জীবনে এক বিভিষীকাময় রাত নেমে আসে। ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকাসহ সারাদেশে গণহত্যা চালায়। তিনি আরও বলেন, নিরীহ নিরস্ত্র বাঙালি গণহত্যা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আগামীতে যেন এ ধরণের বর্বরোচিত হত্যাকাণ্ড না সংঘটিত হয়, এ জন্য ২৪-এর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন। সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আরা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবেজ উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক।
প্রতীকী ব্ল্যাক আউট:
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর আগ মুহূর্তে যেভাবে চারদিক ভয়ঙ্কর অন্ধকার করে রাখা হয়। ঠিক সেই পরিস্থিতির সঙ্গে মিল রেখে এক মিনিটের জন্য প্রতীকী অন্ধকারে রাখা হয় গোটা চুয়াডাঙ্গা শহর। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সহায়তায় রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া জেলা শহরের সব জায়গায় এই প্রতীকী অন্ধকার (ব্ল্যাক আউট) কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে জেলা তথ্য অফিস।
দৈনিক সময়ের সমীকরণ-এর গণহত্যা দিবসে শ্রদ্ধা:
দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে গণহত্যা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টা বাজার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকেই সমীকরণ পরিবার গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকার সকল কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠিক রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিটে প্রতীকী ব্লাক আউটের সময় নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেল ও প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ পালন উপলক্ষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ড. মহবুব আলমের উপস্থাপনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আবুল কাশেম। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মহিতুর রহমান, শরীয়ত উল্লাহ ও আবদুল মালেক। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা শাখার আহ্বায়ক রাকিব মাহমুদ, ছাত্রদলের নেতা তন্ময় ও ইসলামী ছাত্রশিবিরের আহ্বায়ক সাইফুল ইসলাম আলোচনায় অংশ নেন। সভায় ২৫ মার্চের প্রেক্ষাপট, ইতিহাস ও দিবসটির তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শহিদদের রুহের মাগফিরাত কামনা ও জান্নাতে উচ্চ মর্যাদার জন্য দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়াও আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।
মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা একটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, জেলা সমাজসেবা অফিসার ও উপ-পরিচালক আশাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মালেক, বীর মুক্তিযোদ্ধা গুরু হালদার, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম সিরাজুম মুনির, সিটিসি অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মাহে জেবিন কেমি, প্রবেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসিমা আক্তার, মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আমিনুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারাগণহত্যায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের বিশ্বাস ও অনুপ্রেরণা। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। জাতির জন্য আত্মত্যাগকারীদের স্মরণ রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে।
মুজিবনগর:
মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সকাল ৯টায় বিদ্যালয় সভাকক্ষে প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য সাব্দার আলী। সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার নির্মম কাহিনি তুলে ধরেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুনশী মোকাদ্দেস হোসেন।
গাংনী:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক। অনুষ্ঠানে বক্তব্য দেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক ও সাংবাদিক এস.এম. রফিকুল আলম বকুল, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ গণহত্যার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।