‘ওরা ২০ জন’ এর ইফতার ও দোয়া মাহফিল
- আপলোড টাইম : ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
‘ওরা ২০ জন’-এর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আয়োজক আল্লাহর দান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রায়হান মোল্লা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে আমরা ২০ জন নিরপরাধ মানুষ একসঙ্গে কারাগারে ছিলাম। আমাদের একমাত্র ‘অপরাধ’ ছিল-আমরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একনিষ্ঠ কর্মী। কোনো অপরাধ না করেও ষড়যন্ত্রের শিকার হয়ে কারাগারের অন্ধকার কক্ষে অন্তরীণ থেকেছি। তাই আজ মুক্ত পরিবেশে সেই দুঃসহ স্মৃতিকে ভুলে একসঙ্গে ইফতার করে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেছি।’
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক রাজীব খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেম্বার ইমাদুল হক (একদুল), খাসকররা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক মেম্বার ফারুক হোসেন, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, যুগ্ম সম্পাদক লালন সরদার, জেলা ছাত্রদলের সহসভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পদ্মবিলা ইউনিয়ন মেম্বার ও বিএনপি নেতা ইমদাদ হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া শাহীন, আইলহাস ইউনিয়ন বিএনপি নেতা সাগর আলী ও রশিদুল ইসলাম।