ঘটনাস্থল পরিদর্শনে এসপি গোলাম মওলাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা
ভ্যানচালককে কুপিয়ে জখম, রোগীসহ ৩ যাত্রী আহত
চুয়াডাঙ্গার ভুলটিয়ায় মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা
- আপলোড টাইম : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া সড়কের বটতলা নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুজন মুখোশধারী দুর্বৃত্ত। তাদের হামলায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক মজনুর রহমান (৪০)। উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও রোগীসহ ভ্যানের তিন যাত্রী আহত হন। এদিকে, গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এছাড়া দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর, তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ শফিউল ইসলাম, মাহমুদুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে ভুলটিয়া-খাড়াগোদা সড়কের বটতলা এলাকায় রাস্তার পাশের নিমগাছের ডাল ও খেজুরগাছ ফেলে পথ অবরুদ্ধ করা হয়। এরপর একটি রোগীবাহী ভ্যান থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো রামদা দিয়ে কোপানো হয় ভ্যানচালক মজনুর রহমানকে। এছাড়া একই গ্রামের মিজার শাহ্, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ে শাহিনুর খাতুন আহত হন।
আহত শাহিনুর খাতুন জানান, রাতে তার মা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ভ্যানযোগে খাড়াগোদা বাজারে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বটতলা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখতে পান তারা। তখনই মুখোশধারী দুই দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে সামনে ছুটে আসে এবং তাদের বেধড়ক মারধর শুরু করে। তিনি আরও জানান, একপর্যায়ে ছিনতাইকারীরা ভ্যানচালক মজনুর মাথা ও গলায় ধারালো রামদা দিয়ে কোপা দেয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের মধ্যে মিজার শাহ্, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ে শাহিনুরকে স্থানীয় চিকিৎসকের কাছে নেন। তবে গুরুতর আহত ভ্যানচালক মজনুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রাতে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই মাহমুদুল হাসান ও সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম জানিয়েছলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং রাস্তা থেকে গাছ ও ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। আহতরা সুস্থ হয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, রাত ২টা ২০ মিনিটে রক্তাক্ত জখম অবস্থায় মজনুর রহমান জরুরি বিভাগের আসে। তার মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন পাওয়া যা। গলার জখম গুরুতর ও রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা (প্রেসার ব্যান্ডেজ) দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত তিনটার পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, গতকাল দুপুরে ভুলটিয়া-খাড়াগোদা সড়কে মধ্যরাতে সংঘটিত ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। বেলা দেড়টার দিকে তিনি ঘটনাস্থলসহ আহত ব্যক্তির বাড়ি পরিদর্শন করে খোঁজখবর নেন। এর আগে সকালে ঘটনাস্থলের ধানক্ষেত থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে তিতুদহ পুলিশ ক্যাম্প।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন আরও কঠোর অবস্থানে থাকবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদেরও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’ পুলিশ সুপার আরও বলেন, ‘সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’