চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার
- আপলোড টাইম : ০৬:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওয়াহেদুজ্জামান বুলা, এম এম শাহজাহান মুকুল (স্পেশাল পিপি), মারুফ সরোয়ার বাবু (পিপি), আব্দুল খালেক (জিপি), আসম আব্দুর রউফ ও মইন উদ্দিন মইনুলসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জেলা আইনজীবী সমিতির প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।