মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ে তোলার আহ্বান
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল
- আপলোড টাইম : ০৬:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এসব ইফতারের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর উপজেলোর বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজানের এক মাসের যে শিক্ষা আমাদের দেয়, সেই শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালিত করতে পারলে সমাজ থেকে অন্যায় অবিচার-জুলুম বিদায় নিবে। জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে রাজনীতি করে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশকে শতভাগ দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সকলকে সাথে নিয়ে একটি উন্নত রাষ্ট্র গঠন করতে কাজ করবে। তিনি সকলকে জামায়াতে ইসলামীকে সমর্থনের আহ্বান জানান।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম ও জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা আমিনুল ইসলাম মাস্টার, আবু বক্কর মেম্বার, হুমায়ুন করীব ফরাজী, তিতুদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহাবুব, নেহালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, জামায়াত নেতা হাজী নুরুল আমিন প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের ফেরিঘাট রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির অফিস কক্ষে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী মাসুদুর রহমান, সেক্রেটারি হাজী মাহবুব আলম জোয়ার্দ্দার রিঙ্কু, সমিতির কার্যকরি পরিষদের সকল সদস্য ও সাধারণ সদস্যগণ।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের পাঁচলিয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে বিল পাঁচলিয়া জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড সভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন করা ফরজ। এই কাজে যারা শরিক হবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন আর যারা শরিক হতে পারবে না আল্লাহ তাদের অন্তরের খবর জানেন। কিন্তু যারা বিরোধিতা করবে তারা মুসলমান ব্যক্তি হতে পারবে না।
এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হক, সেক্রেটারি শরিফুল ইসলাম, নায়েবে আমির রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা নূর ইসলাম, প্রচার সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
এদিকে আলমডাঙ্গা উপজেলার কামালপুর মহিউদ্দিন একাডেমি বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার মানোয়ার হোসেন, ডা. আজিজুল হক সোমা, হারুনার রশিদ, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, জনিরুদ্দিন, আহম্মদ আলী, কবি গোলাম রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন একাডেমির ধর্মীয় শিক্ষক মওলানা আবুল বাশার। দোয়া অনুষ্ঠানে সার্বিকভাবে প্রতিষ্ঠানের কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়। এছাড়া একাডেমির চেয়ারম্যান লন্ডন প্রবাসী মহিউদ্দিনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষভাবে দোয়া করা হয়।
অপর দিকে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে ব্যবসায়ীদের সম্মানে গতকাল হ্যামলেট রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে আলমডাঙ্গা উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইবিডব্লিউএফের সভাপতি আব্দুল কাদের।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীগণ নবী-রাসূল ও শহিদদের কাতারে থাকবেন। তাই আল্লাহতায়ালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সে সকল ব্যবসায়িকদের কাতারে শামিল হতে পারি।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আইবিডব্লিউএফের সহসভাপতি মাহবুব আশিক শফি, জেলা সাধারণ সম্পাদক আবু উবাইদা, আলমডাঙ্গা উপজেলা আইবিডব্লিউএফের প্রধান উপদেষ্টা শফিউল আলম বকুল, উপজেলা আইবিডব্লিউএফ উপদেষ্টা মামুন রেজা, পৌর উপদেষ্টা মুসলিম উদ্দিন, পৌর সভাপতি গোলাম রহমান বাবলু, উপজেলা সেক্রেটারি রাজুর আহমেদ, আলমডাঙ্গা বণিক সমিতির সেক্রেটারি আব্দুল আল মামুন, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি বাবলু মিয়া, সেক্রেটারি রনি আহমেদ, বিশিষ্ট সার ব্যবসায়ী আব্দুল বারী, হার্ডওয়্যার ব্যবসায়ী সোহাগ আলী, আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহসভাপতি হারুন অর রশিদ।
এছাড়া গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গার বড়বোয়ালিয়া বাবু পাড়া যুব সমাজের উদ্যোগে বড় বোয়ালিয়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা রশিদুল ইসলাম ১ হাজার রোজাদার মুসল্লিদের জন্য আয়োজিত এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদলের নেতা মুকুল উজ্জামান মিলন, মিঠু, শোভন, সাব্বির, আজাবুল, বিপ্লব, সাইদুল, স্বপন, শাহীন, রুবেল, জাহাঙ্গীর, বুলবুলি,রকিবুল, তুষার, রনি, হাবিবুল, হাচান, রাব্বি, রিকন, মাফুজ, সজিব, জাফর, ইজাজুল, ইমন, টুটুল, রাসেল। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়বোয়ালিয়া জামে মসজিদের খতিব জাফিরুল ইসলাম।
জীবননগর:
জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় বাংলাদেশ জামায়াত ইসলামী জীবননগর উপজেলা শাখার আয়োজনে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জীবননগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার আমির মাওলানা মো. সাজেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা তালিমুল কবুরআনের সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা ওলামা সম্পাদক ইসরাইল হোসেন, চুয়াডাঙ্গা জেলা তারবিয়্যাত সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চলসহ জীবননগর উপজেলার সাংবাদিকেরা। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুবক্কর সিদ্দিক। এছাড়া একই দিনে জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর পরিবারের পক্ষ থেকে জীবননগর উপজেলার বাঁকা মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দর্শনা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দর্শনা থানা শাখার ওলামা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দর্শনা দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়। দর্শনা থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ইসরাইল হোসেন ও জামায়াতের দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম। এছাড়াও বক্তব্য দেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আবু বকর, মাওলানা ইকরামুল হক, মাওলানা শাফায়েতুল্লাহ, মো. গোলজার হোসেন ও আমির জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা খালিদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আলেমদের সমাজে অবস্থানগত মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেমন মানুষকে নামাজের কথা বলেন, তেমনি দ্বীন কায়েমের দাওয়াত দেওয়াও তাদের দায়িত্ব। শুধু নামাজ পড়লে পরিপূর্ণ দ্বীনের অনুসারী হওয়া যাবে না, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই শুধু নামাজ পড়ে মুসলমান হতে পারেনি। বরং রাসুল (সা.) যে মিশন নিয়ে দুনিয়ায় এসেছিলেন, সেই মিশনের পরিপূর্ণ অনুসারী হতে হবে।’ এসময় তিনি, আলেম ওলামাদের প্রতি ইসলাম কায়েমের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে বিএনপির আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কাথুলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাথুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় বিএনপি নেতা রুহুল আমিন মাস্টার, সালাউদ্দিন আহমেদ, রহিদুল ইসলাম মাস্টার, সাহেব আলী সেণ্টু, আজমাইন হোসেন টুটুল মেম্বার, জাহাঙ্গীর আলম, রবি, বাবলু, আলাউদ্দিন, পলাশ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।