ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে ১৪৪ নারী পেলেন বিএনপির ঈদ উপহার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। গতকাল সোমবার ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ উপহার হিসেবে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল কবির মুকুল, আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা বেগম, এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলা তাদের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর সচ্ছলতা আসবে।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি জানান, সেলাই মেশিন প্রদানের পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে ১৪৪ নারী পেলেন বিএনপির ঈদ উপহার

আপলোড টাইম : ০৬:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। গতকাল সোমবার ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ উপহার হিসেবে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল কবির মুকুল, আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা বেগম, এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলা তাদের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর সচ্ছলতা আসবে।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি জানান, সেলাই মেশিন প্রদানের পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত করা হয়।