দর্শনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার
সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথসভা
- আপলোড টাইম : ০৬:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
দর্শনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা শাহারিয়ার মুক্তমঞ্চে গণইফতার আয়োজন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদা উপজেলা আহ্বায়ক আজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিভ। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার, জালাল উদ্দিন লিটন, শরীফ উদ্দিন ও সরোয়ার হোসেন।
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দর্শনা ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার আল জামিয়াতুল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয় কেরুজ দারুল মাদ্রাসার আরমান আলী এবং তৃতীয় হয় শ্যামপুর মোয়াজ্জেম হাফিজিয়া মাদ্রাসার মো. মোস্তাকিন। ইফতারের পর অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক, যুগ্ম আহ্বায়ক তানভীর আহম্মদ অনিক, দামুড়হুদা উপজেলা মুখপাত্র রিংকু আক্তার, দামুড়হুদা উপজেলা সদস্যসচিব রাসেদুল ইসলাম, জীবননগর উপজেলা আহ্বায়ক সোহেল রানা ও মুখপাত্র মোস্তাকিন। এছাড়াও উপস্থিত ছিলেন রেসি রহমান, বৃষ্টি, নাকিব, গালিভ, জিহাদ, সিজান, রহমাত ও রাতুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা আহ্বায়ক রিফাত রহমান ও বাইজিদ হোসেন বাকি।