প্রাথমিক প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড রায়
উদ্যাপনে চুয়াডাঙ্গায় কৃতজ্ঞতা প্রকাশ ও কমিটি গঠন
- আপলোড টাইম : ০৬:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাথমিক প্রধান শিক্ষকদের ২য় শ্রেণি ও গেজেটেড পদমর্যাদাসহ ১০ম গ্রেড প্রাপ্তির রায় উদ্যাপন উপলক্ষে খুলনা বিভাগের একমাত্র রিটকারী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক দামুড়হুদার আজমপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পরে চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি ও সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষক সমিতির জেলা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছে দামুড়হুদা মডেল সপ্রাবি প্রধান শিক্ষক কুতুব উদ্দিন ও সদস্যসচিব বালিয়াকান্দি সপ্রাবি প্রধান শিক্ষক আমানুল্লাহ আসাদ। গতকাল সোমবার দুপুরে ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষকের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘জুলাই আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে গত ১৩ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দশম গ্রেডে উন্নীত করতে ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে অফিশিয়াল গেজেটে অন্তর্ভুক্তির নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায় ঘোষণা করায় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ ডা. বিধান চন্দ্র রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
ওল্ড জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ জেবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারি ও নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদর উপজেলা কমিটির সভাপতি পদে পদে এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিউল মওলা মুকুল এবং বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহসভাপতি-১ গোলাম মোস্তফা, সিনিয়ার সহসভাপতি-২ শাহানাজ জেবীন, সহসভাপতি রফিকুল ইসলাম, সন্যাসী কুমার পাল ও আলমগীর হোসেন, সহসভাপতি মহিলা সাবিনাকুল, সালমা সুলতানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, আশরাফী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, লতিফুন নেছা, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাবিজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক তাপস কুমার গোস্বামী, সহ-দপ্তর সম্পাদক রেজাউল হক, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা ইয়াসমিন হিরা, ক্রীড়া ও স্বাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারিক হাসান, মিডিয়া ও প্রচার সম্পাদক আসমাউল হুসনা, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক আসমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাক শিউলী খাতুন ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা। গতকাল প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক স্বরুপ দাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। সেদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও পরে মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে, যা বৈষম্যমূলক উল্লেখ করে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি রিয়াজ পারভেজ, স্বরুপদাসসহ ৪৫ জন শিক্ষক রিট করেন।