বারাদীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপলোড টাইম : ০৯:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে অলাভজনক সামাজিক সংগঠন ‘প্রত্যাশার আলো’-এর পক্ষ থেকে গ্রামের সুবিধাবঞ্চিত বৃদ্ধ নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নতুন দরবেশপুর গ্রামের পূর্বপাড়া ও মাদরাসাপাড়ায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।
সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মুফতি খাইরুল বাশার বলেন, ‘মানুষের ঘুমন্ত নষ্ট হওয়া বিবেক ও অসুস্থ মনুষ্যত্ববোধকে জাগ্রত করার সামান্যতম প্রয়াসে প্রজন্ম-প্রত্যাশা বিনির্মাণে আমরা’, এই স্লোগানে ২০১৪ সাল থেকে ‘প্রত্যাশার আলো’ সংগঠনটি গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই রমজানে তাদের মুখে হাসি ফোটাতে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম।
নতুন দরবেশপুর যুব সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরজুল্লাহ রহমান বাবলু মাস্টার ও দেওয়ান শফিকুল ইসলাম। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সদস্য সচিব আকাশ ইসলাম এবং সদস্য মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।