চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে রাজনৈতিক, ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথক পৃথকভাবে এসব ইফতারের আয়োজন করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর ডামোশ মাঝের পাড়া ঈদগাহ ময়দান প্রাঙ্গণে বেলগাছি ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীলকে পবিত্র রমজান মাসের ওসিলাই তাকওয়া অর্জনের মাধ্যমে প্রত্যেকের গুণগত মান উন্নত করতে হবে। প্রত্যেক দায়িত্বশীলকে রাসুলের শিখানো পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকল কর্ম সম্পাদন করতে হবে। আমাদের সমাজের সকল স্থানে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে ইসলামী আন্দোলনের দ্বীনি ভাই বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছি ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা শহিদুল হক, সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, মসজিদ মিশন মানব সম্পদ ও মানবাধিকার সম্পাদক আহসান হাবীব, যুব প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক জনি, অফিস ও কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মজনু ও শ্রমিক সম্পাদক আশরাফুল আলম। ইফতার মাহফিল পরিচালনা করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলী।
এদিকে, আলমডাঙ্গার উপজেলার ডাউকি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হাউসপুর বিনোদপুর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড যুব বিভাগের সভাপতি বায়োজিদের সভাপতিত্বে এবং আবু সাইদের পরিচালনায় গতকাল রোববার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির সজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম ও ইউনিয়ন সহকারী সেক্রেটারি আলাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন আলাউদ্দিন, সাইদুর, নওশাদ, মুকুল, ইকবাল প্রমুখ।
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মনোয়ারুল হুদার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মাদরাসা প্রাঙ্গণে এর আায়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের মেজ ছেলে সুইট এগ্রোভেটের ডিরেক্টর রফিকুল হুদা মুংলা এবং ছোট ছেলে লার্ক ইন্টারন্যাশনালের ডিরেক্টর শরিফুল হুদা রুনু।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা, জামায়াত নেতা সেলিম রেজা, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ, সহ-সভাপতি আহাদ আলী, নূর মোহাম্মদ, সাংবাদিক মুর্শিদ কলিন, সাংবাদিক সোহেল হুদা, হাটবোয়ালিয়া বাজার জামে মসজিদের ইমাম মাহফুজ আহমেদ প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন টিকার উদ্দিন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ হাসান সালিম।
মেহেরপুর:
মেহেরপুরের শর্মা ফুড প্লাজায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইবিয়ান মেহেরপুরের সভাপতি ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শাহিউদ্দিন মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ও দায়রা জজ মনজুরুল ইমাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। এছাড়া এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আনাম স্বপনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেহেরপুরে অবস্থানরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ইবিয়ান মেহেরপুরের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন পবিত্র কুরআন তিলাওয়াত করেন। উপস্থিত সবাই দেশের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও ভবরপাড়া গ্রামবাসীর আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ওমর ফারুক পিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আমরা তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি এবং একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণ করি।
ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন আব্দুর রহিম মল্লিক, ভবরপাড়া গ্রামের সাবেক মেম্বার ইউনুস আলী বগা, বিল্লাল বিশ্বাস, জাহান আলী, ইউনুস সাহা, আব্দুল শাহা, আকবর আলী ও সুজন আলী। এছাড়া উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ বায়েজিদ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
ঝিনাইদহ:
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। গতকাল রোববার সন্ধ্যায় ঝিনাইদহের ফ্যামিলি জোন অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সমন্বয়ক আবু হুরায়রা, ছাত্র অধিকার পরিষদের আব্দুল্লাহ আল মামুন ও রায়হান রিহানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, এই মাহফিলের উদ্দেশ্য হলো গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে প্রাণ হারানো শহিদদের স্মরণ করা এবং ভবিষ্যতে ছাত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করা। নতুন করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের পুনর্বাসিত করার যে পাঁয়তারা চলছে তা কঠোর হাতে দমন করতে সকলে সচেতন থাকার আহ্বান জানান। এ দেশে আর কোন স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এছাড়া অনুষ্ঠানে গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।