হাউলী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমির রুহুল আমিন
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকারত্ব কমবে
- আপলোড টাইম : ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৪৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় বাস্তুপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে বেকার সংখ্যা কমে যাবে।’ তিনি বলেন, ‘বিগত ১৫ বছর ইফতারে আপনারা বেগুনি খেতে পারেননি। তৎকালীন শাসক শেখ হাসিনা বেগুনির বদলে কুমড়ার চপ খেতে বলেছিলেন। আর এই বছর কি আপনাদের বেগুনির অভাব হয়েছে? আগামী দিনে যদি জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে ভুট্টার দাম কম হলেও আপনার খাদ্যের অভাব হবে না, কারণ আপনার সন্তানকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। জামায়াতে ইসলামীর কোনো নেতা পুলিশ দিয়ে মানুষকে হয়রানি করবে না। দুর্নীতি করে কোনো অফিসার চেয়ারে বসে ঘুষ নিতে পারবে না’
রুহুল আমিন বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতারা কোটি টাকার মালিক নন, কিন্তু কেউ বেকারও নন। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আগামীতে দিনের ভোট রাতে হবে না।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া ও যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বদিউজ্জামান, মাওলানা রুহুল আমিন, মুজাহিদ, জাকির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার। অন্যদিকে, গতকাল সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা জামায়াত অফিসে মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাসুম বিল্লাহ ও মাজলিসুল মুফাসসিরীনের জেলা সহসভাপতি মাওলানা আবুজার গিফারী। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা আবুবকর সিদ্দিক, অফিস সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইকবাল হুসাইন প্রমুখ। উপস্থাপনা করেন মাজলিসুল মুফাসসিরীনের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল খালেক।