জীবননগর থেকে ভারতীয় ওষুধ এবং কীটনাশক উদ্ধার
- আপলোড টাইম : ১০:১৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ১৯ হাজার ৫০০ পিস ভারতীয় ওষুধ ও ৬১৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে। গতকাল শনিবার সকালের দিকে জীবননগর উপজেলার মাধবখালী ও নতুনপাড়া গ্রাম থেকে এসব ওষুধ ও কীটনাশক উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে দিকে ৫৮ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানের মধ্যে মধ্যে সুবেদার মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৯ হাজার ৫০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের মো. কদর আলীর আম বাগানের মধ্যে নায়েক মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৬১৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এসময়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।