ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১০:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাহারবাটি এবাদত খানা এলাকায় এ ঘটনা ঘটে। সাগর হোসেন সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাগর হোসেন তার ব্যবহৃত অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল নিয়ে গাংনী থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেলো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাগর হোসেনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সাগর হোসেন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছে রোববার তার বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ গেল।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, সাগরকে গাংনী হাসপাতাল নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপলোড টাইম : ১০:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাহারবাটি এবাদত খানা এলাকায় এ ঘটনা ঘটে। সাগর হোসেন সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাগর হোসেন তার ব্যবহৃত অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল নিয়ে গাংনী থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেলো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাগর হোসেনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সাগর হোসেন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছে রোববার তার বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ গেল।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, সাগরকে গাংনী হাসপাতাল নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।