ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

জীবননগরে দিন-দুপুরে ছিনতাইয়ের অভিযোগ

নগদের কর্মীর ২ লাখ টাকা লুট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে দিনের বেলা নগদের কর্মী মো. রাব্বি হোসেনের (২৫) মোটরসাইকেল থামিয়ে ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন কয়া গ্রামের মাঠের রাস্তায় এ ঘটনা ঘটেছে। রাব্বি হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার হাবিল উদ্দিনের ছেলে এবং নগদের ডিএসও পদে চাকরি করে।
রাব্বি হোসেন অভিযোগ করে বলেন, আমি কয়া গ্রাম থেকে নগদের কাজ শেষ করে বেনীপুরের দিকে রওনা হই। এসময় সামনে থেকে তিনজন হেঁটে আসছিল। একজন মোটা আর দুজন চিকন। এদের একজনের পরনে টাওজার ছিল, একজনের হাতে হাঁসুয়া ছিল। হঠাৎ রাস্তার ওপরে তিনজন দাঁড়িয়ে আমার গাড়িটা থামাই এবং তারা তিনজনেই আমাকে মারধর করতে থাকে। একপর্যায়ে আমার কাছে থাকা টাকার ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি ব্যাগটা দুই হাতে চেপে ধরে রাখি। এসময় তাদের মধ্যে একজন হাঁসুয়া দিয়ে কোপ মারেন। পরে ব্যাগটা ছেড়ে দিলে তারা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় আমি চিৎকার করলে স্থানীয় এক লোক ছুটে আসলে তারা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগে নগদের ২ লাখ ১০হাজার টাকা ছিল।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার বিষয় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে দিন-দুপুরে ছিনতাইয়ের অভিযোগ

নগদের কর্মীর ২ লাখ টাকা লুট

আপলোড টাইম : ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

জীবননগর অফিস:
জীবননগরে দিনের বেলা নগদের কর্মী মো. রাব্বি হোসেনের (২৫) মোটরসাইকেল থামিয়ে ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন কয়া গ্রামের মাঠের রাস্তায় এ ঘটনা ঘটেছে। রাব্বি হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার হাবিল উদ্দিনের ছেলে এবং নগদের ডিএসও পদে চাকরি করে।
রাব্বি হোসেন অভিযোগ করে বলেন, আমি কয়া গ্রাম থেকে নগদের কাজ শেষ করে বেনীপুরের দিকে রওনা হই। এসময় সামনে থেকে তিনজন হেঁটে আসছিল। একজন মোটা আর দুজন চিকন। এদের একজনের পরনে টাওজার ছিল, একজনের হাতে হাঁসুয়া ছিল। হঠাৎ রাস্তার ওপরে তিনজন দাঁড়িয়ে আমার গাড়িটা থামাই এবং তারা তিনজনেই আমাকে মারধর করতে থাকে। একপর্যায়ে আমার কাছে থাকা টাকার ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমি ব্যাগটা দুই হাতে চেপে ধরে রাখি। এসময় তাদের মধ্যে একজন হাঁসুয়া দিয়ে কোপ মারেন। পরে ব্যাগটা ছেড়ে দিলে তারা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় আমি চিৎকার করলে স্থানীয় এক লোক ছুটে আসলে তারা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগে নগদের ২ লাখ ১০হাজার টাকা ছিল।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার বিষয় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।