৩৯ সদস্য বিশিষ্ট জীবননগর কেন্দ্রীয় ঈদগাঁহ কমিটি গঠন
আহ্বায়ক খলিলুর রহমান, সদস্যসচিব মাহিদুল
- আপলোড টাইম : ১০:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
জীবননগর কেন্দ্রীয় ঈদগাঁহের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ যোহর কেন্দ্রীয় ঈদগাঁহের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বসম্মতভাবে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজী মনিরুজ্জামান লাভলু, মোহাম্মদ আলী সর্দ্দার, ফনিচ উদ্দীন, আবু হানিফ ও মাহিদুল ইসলাম মিন্টুকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।
এছাড়া আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মতিয়ার রহমান মতু, মোহাম্মদ আলী সান্টু, ওমর আলী, আমির হোসেন, মোমিন উদ্দীন, জালাল উদ্দীন, মাহবুব হেলাল বাবু, শাহজামাল হোসেন, শফিকুল ইসলাম শফিক, ইকবাল উদ্দীন ইকরাম, রহিত উদ্দীন, ওয়াহেদুল ইসলাম খোকন, মনিরুজ্জামান রব, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম ড্যানি, মোমিনুর রহমান, আব্দুস সোবহান, মাসুদ মুনছুর, খলিলুর রহমান, ফকির মিস্ত্রি, আল-মামুন, বদর উদ্দীন, মোশারফ হোসেন, আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম, হাসানুজ্জামান হাসু, জাকির হোসেন লিটন, খোরশেদ আলী, শরিফ উদ্দীন হালসানা, গোলাম কিবরিয়া, মাসুদ পারভেজ রানা, বিপ্লব হোসেন, সোহেল তানভীর ও মোহাম্মদ আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে শহরের বিশিষ্ট ১২ জন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করেছেন। উপদেষ্টারা হলেন ব্যবসায়ী আব্দুর রহমান, সার ব্যবসায়ী তবিবুর রহমান, ব্যবসায়ী নাজমুল ইসলাম, সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু, ব্যবসায়ী আব্দুল মজিদ, ইটভাটা ব্যবসায়ী আবু সিদ্দিক, আশাদুল হক সর্দ্দার, শিক্ষাবিদ জিয়াউল হক, ব্যবসায়ী আলী কদর মোল্লা, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, ব্যাংকার মাসুদ করিম, ব্যবসায়ী কামরুজ্জামান ও সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দীন।
নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সর্দ্দার জানান, দীর্ঘদিন অচলাবস্থা থাকার পর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকাবাসীদের পরামর্শে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামী ঈদ জামাতকে সফল করতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে কেন্দ্রীয় ঈদগাঁহ এলাকার সকল মহল্লার প্রতিনিধি রয়েছেন। তিনি আরও বলেন, শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তিনি সকলকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।