ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম

সময় এসেছে, আমাদের সকলকে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৭৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস-২০২৫ উদ্যাপিতত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ছিল ‘হিমবাহ সংরক্ষণ’। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান এতে অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম পানি সংরক্ষণ ও সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘পবিত্র কোরআনেও অপচয় করতে নিষেধ করেছেন আল্লাহ। কিন্তু আমরা অপচয় করেই থাকি। নানা ছোট-বড় কাজে আমরা পানি অপচয় করছি। আবার কেউ সচেতন হলে, তাকে নিয়েও উপহাস করি। কিন্তু এখন সময় এসেছে, আমাদের সকলকে সচেতন হতে হবে। পানি দূষণ ও অপচয় বন্ধ করতে হবে।’

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে জেলা প্রশাসক বলেন, ‘আমার বাড়ির সীমানায় গোমতী নদী, আমরা কখনো পানির অভাব অনুভব করিনি। পুকুরে পর্যাপ্ত পানি থাকত, নদীতেও পানি ছিল। কিন্তু নদীর কারণে পুকুর ভরাট করে ফেলছে মানুষ। অথচ এই নদীতেই এখন পানির সংকট দেখা দিচ্ছে। আমার জীবনে এটাও আমি দেখছি।’

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘চুয়াডাঙ্গায় এসে আমি আরও অবাক। এদিকের পুকুরগুলোতে তো পানিই নেই। গতদিন জীবননগর গিয়েছিলাম, উপজেলার পুকুরটি দেখলাম-মোটেও পানি থাকে না। অথচ পুকুরের গভীরতা বেশ।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ (অব.) হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) শাহজাহান আলী বিশ্বাস, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী। সভার শুরুতেই প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম

সময় এসেছে, আমাদের সকলকে সচেতন হতে হবে

আপলোড টাইম : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় বিশ্ব পানি দিবস-২০২৫ উদ্যাপিতত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ছিল ‘হিমবাহ সংরক্ষণ’। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান এতে অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম পানি সংরক্ষণ ও সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘পবিত্র কোরআনেও অপচয় করতে নিষেধ করেছেন আল্লাহ। কিন্তু আমরা অপচয় করেই থাকি। নানা ছোট-বড় কাজে আমরা পানি অপচয় করছি। আবার কেউ সচেতন হলে, তাকে নিয়েও উপহাস করি। কিন্তু এখন সময় এসেছে, আমাদের সকলকে সচেতন হতে হবে। পানি দূষণ ও অপচয় বন্ধ করতে হবে।’

নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে জেলা প্রশাসক বলেন, ‘আমার বাড়ির সীমানায় গোমতী নদী, আমরা কখনো পানির অভাব অনুভব করিনি। পুকুরে পর্যাপ্ত পানি থাকত, নদীতেও পানি ছিল। কিন্তু নদীর কারণে পুকুর ভরাট করে ফেলছে মানুষ। অথচ এই নদীতেই এখন পানির সংকট দেখা দিচ্ছে। আমার জীবনে এটাও আমি দেখছি।’

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘চুয়াডাঙ্গায় এসে আমি আরও অবাক। এদিকের পুকুরগুলোতে তো পানিই নেই। গতদিন জীবননগর গিয়েছিলাম, উপজেলার পুকুরটি দেখলাম-মোটেও পানি থাকে না। অথচ পুকুরের গভীরতা বেশ।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ (অব.) হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) শাহজাহান আলী বিশ্বাস, প্রচার সম্পাদক মেহেরাব্বিন সানভী। সভার শুরুতেই প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।