ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে কৃষকের পটল খেত ও ভুট্টা কেটে দেওয়ার অভিযোগ

প্রতিবেদক, ঝিনাইদহ:
  • আপলোড টাইম : ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের পল্লিতে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের পটল খেত কেটে ও ভুট্টা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবারদুপুরে উপজেলার সাগান্না ইউনিয়নের গিলাপোল গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে রবিউল ইসলামের পটল খেত কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় নয়নের জমিতে থাকা কিছু ভুট্টা ভেঙে নিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত কৃষক গিলাপোল গ্রামের মৃত আজিজুর রহমান ছেলে নয়ন, ঝিনাইদহ চাকলাপাড়া এলাকার মৃত সৈয়দ মোহাম্মদ রেজার ছেলে সাগর রেজা ও গিলাপোল গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম।

নয়নের বোন লিলি খাতুন জানান, আজ আমার ভাইয়ের ভুট্টা কাটার কথা ছিল। সকালে দুটি লোক সাথে নিয়ে ভুট্টা কাটতে আসলে বৃষ্টি হওয়ায়, ভুট্টা না কেটে ফিরে চলে যায়। এই সুযোগে বাচ্চু ও তার লোকজন মিলে ভুট্টা কাটে এবং পটল গাছের বান (মাচা) কেটে দেয়। আমরা দেখতে আসলে দূর থেকে দা উঁচু করে আমাদের কেটে ফেলার হুমকি দেয় এবং মারতে দৌড়ানি দেয়। আমরা তখন ভয়ে দৌড়ে পালিয়ে যায়।
রবিউল ইসলাম বলেন, এই জমি দখল নেওয়ার জন্য বাচ্চু ও তার লোকজন পটল গাছ, বান (মাচা) কেটে দিয়েছে। পাশে খালাতো ভাইদের ভুট্টা কেটে নিয়ে গেছে। তারা আইনের কোন তোয়াক্কা না করেই গায়ের জোর দেখিয়ে এসব জমি দখল করতে চায়। এই মাঠে প্রয় এক বিঘা জমিতে পটল চাষ করেছি। এখন পটল বাজারে বিক্রিয় করার পালা। এই মুহূর্তে পটল গাছসহ বান ( মাচা) কেটে দিয়েছে। এই গাছ আর কখনো ভালো হবেনা। এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না।

আবুল কালাম (বাচ্চু) বলেন, ওদের নামে তিনটি দলিল করছে। যেটি আদালত অবৈধ বলে রায় দিয়েছে। এজন্য আমরা ওই জমি দখলে নেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু আমরা কোনো পটল গাছ বা ভুট্টা কাটিনি। তারা আমাদেরকে হয়রানি করার জন্য এমন নাটক সাজিয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গিলাপোল গ্রামে পারিবারিক ভাবে জায়গাজমি নিয়ে ঝামেলা। ওই মাঠে পটল গাছ ও ভুট্টা কাটার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে কৃষকের পটল খেত ও ভুট্টা কেটে দেওয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঝিনাইদহের পল্লিতে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কৃষকের পটল খেত কেটে ও ভুট্টা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবারদুপুরে উপজেলার সাগান্না ইউনিয়নের গিলাপোল গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে রবিউল ইসলামের পটল খেত কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় নয়নের জমিতে থাকা কিছু ভুট্টা ভেঙে নিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত কৃষক গিলাপোল গ্রামের মৃত আজিজুর রহমান ছেলে নয়ন, ঝিনাইদহ চাকলাপাড়া এলাকার মৃত সৈয়দ মোহাম্মদ রেজার ছেলে সাগর রেজা ও গিলাপোল গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম।

নয়নের বোন লিলি খাতুন জানান, আজ আমার ভাইয়ের ভুট্টা কাটার কথা ছিল। সকালে দুটি লোক সাথে নিয়ে ভুট্টা কাটতে আসলে বৃষ্টি হওয়ায়, ভুট্টা না কেটে ফিরে চলে যায়। এই সুযোগে বাচ্চু ও তার লোকজন মিলে ভুট্টা কাটে এবং পটল গাছের বান (মাচা) কেটে দেয়। আমরা দেখতে আসলে দূর থেকে দা উঁচু করে আমাদের কেটে ফেলার হুমকি দেয় এবং মারতে দৌড়ানি দেয়। আমরা তখন ভয়ে দৌড়ে পালিয়ে যায়।
রবিউল ইসলাম বলেন, এই জমি দখল নেওয়ার জন্য বাচ্চু ও তার লোকজন পটল গাছ, বান (মাচা) কেটে দিয়েছে। পাশে খালাতো ভাইদের ভুট্টা কেটে নিয়ে গেছে। তারা আইনের কোন তোয়াক্কা না করেই গায়ের জোর দেখিয়ে এসব জমি দখল করতে চায়। এই মাঠে প্রয় এক বিঘা জমিতে পটল চাষ করেছি। এখন পটল বাজারে বিক্রিয় করার পালা। এই মুহূর্তে পটল গাছসহ বান ( মাচা) কেটে দিয়েছে। এই গাছ আর কখনো ভালো হবেনা। এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না।

আবুল কালাম (বাচ্চু) বলেন, ওদের নামে তিনটি দলিল করছে। যেটি আদালত অবৈধ বলে রায় দিয়েছে। এজন্য আমরা ওই জমি দখলে নেওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু আমরা কোনো পটল গাছ বা ভুট্টা কাটিনি। তারা আমাদেরকে হয়রানি করার জন্য এমন নাটক সাজিয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গিলাপোল গ্রামে পারিবারিক ভাবে জায়গাজমি নিয়ে ঝামেলা। ওই মাঠে পটল গাছ ও ভুট্টা কাটার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।