ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আ.লীগকে নিষিদ্ধের দাবি ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদ

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৯:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে

মেহেরপুর ও ঝিনাইদহে রাজনৈতিক আন্দোলনের জোরালো সাড়া উঠেছে। গতকাল শনিবার দুই জেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মেহেরপুর:
মেহেরপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মেহেরপুর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মেহেরপুর প্রতিনিধি হাসনাত জামান সৈকত, খন্দকার মুইজ উদ্দিন, গাংনী উপজেলা প্রতিনিধি আমির হামজা প্রমুখ। এসময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
গণহত্যাকারী, ফ্যাসিবাদী, ভারতের মদদপুষ্ট দল আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। গতকাল বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইবির ছাত্র আবু হুরাইরা, রায়হান হোসেন রিহান, আব্দুল্লাহ আল মামুন, আবরার জাহিন রণি, সাব্বির আহম্মেদ জুয়েল, সাকিব মোহাম্মদ আল হাসান ও নাঈম মাহমুদ। বক্তারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। তাদের হাতে দুই হাজারেরও বেশি মানুষের রক্ত লেগে আছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। বিরোধী মত সহ্য করতে না পেরে তারা গণতন্ত্রকে বন্দি করেছে। তারা খুনি ও পৈশাচিক একটি দল, যারা বাংলাদেশের স্বার্থে রাজনীতি করে না; বরং দিল্লির তাবেদারি করে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যে-ই বা যে দলই খুনি হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। প্রয়োজনে আবারও রক্ত দিতে হলে দেশের ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আ.লীগকে নিষিদ্ধের দাবি ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদ

আপলোড টাইম : ০৯:২৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

মেহেরপুর ও ঝিনাইদহে রাজনৈতিক আন্দোলনের জোরালো সাড়া উঠেছে। গতকাল শনিবার দুই জেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মেহেরপুর:
মেহেরপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মেহেরপুর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মেহেরপুর প্রতিনিধি হাসনাত জামান সৈকত, খন্দকার মুইজ উদ্দিন, গাংনী উপজেলা প্রতিনিধি আমির হামজা প্রমুখ। এসময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
গণহত্যাকারী, ফ্যাসিবাদী, ভারতের মদদপুষ্ট দল আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহ শহরে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। গতকাল বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পোস্ট অফিস মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইবির ছাত্র আবু হুরাইরা, রায়হান হোসেন রিহান, আব্দুল্লাহ আল মামুন, আবরার জাহিন রণি, সাব্বির আহম্মেদ জুয়েল, সাকিব মোহাম্মদ আল হাসান ও নাঈম মাহমুদ। বক্তারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেওয়া যাবে না। তাদের হাতে দুই হাজারেরও বেশি মানুষের রক্ত লেগে আছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। বিরোধী মত সহ্য করতে না পেরে তারা গণতন্ত্রকে বন্দি করেছে। তারা খুনি ও পৈশাচিক একটি দল, যারা বাংলাদেশের স্বার্থে রাজনীতি করে না; বরং দিল্লির তাবেদারি করে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যে-ই বা যে দলই খুনি হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। প্রয়োজনে আবারও রক্ত দিতে হলে দেশের ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে।