চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সাধু-বাউল মিলন মেলা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১২:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
শাহ্ সুফি সদর উদ্দিন আহমদ চিশতি (আঃ) এঁর ২৫তম পদার্পণ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী সাধু-বাউল মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত চুয়াডাঙ্গার তালতলা ব্রিজ সংলগ্ন সদরনগর ইমামীয়া চিশতীয়া নেজামিয়া সংঘ সদর মঞ্জিলে দুই দিনব্যাপী এ সাধু-বাউল মিলন মেলার আয়োজন করে তরিকতে আহলে বাইত, বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা জেলা শাখা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার আহমেদ শিবলী। উদ্বোধক ও দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকতে আহলে বাইত, কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল। বিশেষ অতিথি ছিলেন তরিকতে আহলে বাইত, বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ এর সভাপতি আহমেদ কামরুল মোরশেদ, ধ্যান-সালাত বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান, দপ্তর সম্পাদক লিয়াকত আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল ছালাম (বড়বলদিয়া), ইমদাদুল হক দারা (ভালাইপুর, চুয়াডাঙ্গা)। অনুষ্ঠান উপস্থাপনা করেন তহিদ হোসেন (মাস্টার)।