ভলেন্টিয়ারর্স ফর বাংলাদেশ চুয়াডাঙ্গার ‘ইফতার ফর অল’
একতায় গড়ে উঠুক মানবতার সেতু
- আপলোড টাইম : ১২:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
ভলেন্টিয়ারর্স ফর বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ‘ইফতার ফর অল’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। যেখানে চুয়াডাঙ্গা জেলা শাখার স্বেচ্ছাসেবকরা নিজেদের প্রচেষ্টা ও ভালোবাসা একত্রিত করে ইফতার পরিবেশন করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফাহিম উদ্দিন মভিন, সেক্রেটারি সুমন, কোষাধক্ষ্য আকাশ, প্রজেক্ট অফিসার মাহিন, হিউম্যান রিসোর্স অফিসার আসাদুজ্জামান এবং পাবলিক রিলেশন অফিসার মারুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রতিটি স্বেচ্ছাসেবকের ইচ্ছা মানবসেবার জন্য আরও বড় কিছু করার। আমাদের এই যাত্রা কেবল ইফতারের নয়, বরং সহমর্মিতা, বন্ধন এবং ইতিবাচক পরিবর্তনের।’ এছাড়াও বক্তব্যে তারা স্বেচ্ছাসেবকত্বের মাধ্যমে একসাথে এগিয়ে চলার গুরুত্ব তুলে ধরেন।