ইকবাল আতাহার তাজ সভাপতি ও শেখ সেলিম সম্পাদক
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ কমিটির নির্বাচন সম্পন্ন, নানা মহলের শুভেচ্ছা- আপলোড টাইম : ১২:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২৬ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল ধরে নির্বাচিত হয়েছেন ইকবাল আতাহার তাজ ও অধ্যাপক শেখ সেলিম নেতৃত্বাধীন প্যানেল। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি তারিখে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী ১৩ মার্চ তারিখে মনোনয়নপত্র সংগ্রহ ও ১৫ মার্চ তারিখে জমাদান কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী যাচাই-বাচাই শেষে ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তবে নির্বাচনে একটি প্যানেলের বিপরীতে কোনো প্যানেল না থাকায় বা কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট গ্রহণ হয়নি। ভোট গ্রহণের তারিখ গতকাল ২১ মার্চে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান, রির্টানিং অফিসার অ্যাড. শরিফ উদ্দীন হাসু ও প্রিজাইডিং অফিসার অ্যাড. হুমায়ন কবির নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ২০২৫-২০২৬ দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি হিসেবে ইকবাল আতাহার তাজ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক শেখ সেলিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি সরদার আলী হোসেন, সহসভাপতি মো. তৌহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মেহেরাব্বিন সানভী, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, লোক সাহিত্য সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসেন, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক লতিফা রহমান বনলতা, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির মুকুল ও হেলাল হোসেন জোয়ার্দ্দার। আজ শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে জেলার কবি, সাহিত্যিক, লেখক ও সমমনাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত এই কমিটিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম, সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শাহজাহান আলী, চুয়াডাঙ্গা নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাফফাতুল ইসলাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটি, আমরা মানুষের জন্য সংগঠনসহ সমাজের নানা পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।