চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ আসর
- আপলোড টাইম : ১২:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক ১৫৬৮তম সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এই আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ। গতকাল ছিল ‘বিশ্ব কবিতা দিবস’। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, শেখ সেলিম, আব্বাছ উদ্দিন, লতিফা রহমান বনলতা, আশিকুজ্জামান আশিক ও ইকবাল আতাহার তাজ। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল, অ্যাড. হুমায়ুন কবীর, শেখ সেলিম ও ইকবাল আতাহার তাজ।
উল্লেখ্য, গতকাল ছিল ‘বিশ্ব কবিতা দিবস’। দিবসটিকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্বরচিত লেখাও পঠিত হয়। এছাড়াও দিবসটির ওপর বিষয়ভিত্তিক আলোচনাসহ ভূপেন হাজারিকার ‘আয় কবিতা আয়, মনের আঙিনায়….’ ও ‘কবিতা কি শুধু তাই….’ গান দুটি উল্লেখিত বিশেষ পদধ্বনি আসরে সকলে উপভোগ করেন।