ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

জীবননগর বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠক

আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্যের ছেলে লিটন বৈদ্য ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী। গতকাল শুক্রবার সকাল ৮টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। তখন বিএসএফ তাদের আটক করে। পরিচয়পত্র ও মোবাইল যাচাই-বাছাই শেষে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। পরে জীবনগর উপজেলার বেনীপুর বিওপির অধীনস্থ সীমান্তে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়।
বৈঠকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ এবং ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকের পর আটক বাংলাদেশি লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করা হয় এবং অপর তরুণীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। মহেশপুর থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠক

আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপলোড টাইম : ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের নিরোধ বৈদ্যের ছেলে লিটন বৈদ্য ও বরিশালের আগৈলঝাড়ার চাঁদনিশিয়া গ্রামের এক তরুণী। গতকাল শুক্রবার সকাল ৮টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১১টায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। তখন বিএসএফ তাদের আটক করে। পরিচয়পত্র ও মোবাইল যাচাই-বাছাই শেষে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। পরে জীবনগর উপজেলার বেনীপুর বিওপির অধীনস্থ সীমান্তে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়।
বৈঠকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের বেনীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহ এবং ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি হিমাংশু শর্মা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকের পর আটক বাংলাদেশি লিটন বৈদ্যকে মহেশপুর থানায় সোপর্দ করা হয় এবং অপর তরুণীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। মহেশপুর থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।