কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা
- আপলোড টাইম : ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
হলুদ রঙের পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তিকে সন্ধ্যারাতে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট হাইস্কুল মাঠে খাবারের ব্যবহৃত বাক্স কুড়াতে দেখা যায়। মাঠে পড়ে থাকা এসব ময়লা তিনি কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে এক জায়গায় জড়ো করছেন। তার দেখাদেখি আরও কয়েকজন একই কাজ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিটি হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
উপজেলা বিএনপির আয়োজনে এ মাঠটিতে গত বৃহস্পতিবার হাজারো নেতা-কর্মী নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে কর্মীরা মাঠে আবর্জনা ফেলে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। এসময় কর্মীদের ফেলে যাওয়া খাবারের ব্যবহৃত প্যাকেট ও অন্যান্য আবর্জনায় স্কুল মাঠটি নোংরা হয়ে যায়। মাগরিবের নামাজ শেষে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের চোখে বিষয়টি পড়ে। তখন তিনি নিজেই মাঠ পরিষ্কার করতে শুরু করেন। তার সঙ্গে থাকা কয়েকজন নেতা-কর্মীও তার দেখাদেখি মাঠ পরিষ্কার করা শুরু করেন। উপজেলা পর্যায়ের এই কর্মীবান্ধব নেতার এমন কর্মকা- সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরু বলেন, ‘আমরা মাগরিবের নামাজ শেষে বের হয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট কুড়াচ্ছেন। তার দেখাদেখি আমরাও একই কাজ শুরু করি। এভাবে ইফতার মাহফিলের সব ময়লা-আবর্জনা আমরা পরিষ্কার করে ফেলি। আসলে নেতা তো এমনই হওয়া উচিত-কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করতে তার কোনো দ্বিধা ছিল না। আমরা গর্বিত এমন কর্মীবান্ধব নেতা পেয়ে।’
এ বিষয়ে কথা বলতে হামিদুল ইসলাম হামিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বরেন, ‘ঐতিহ্যবাহী ভূষণ হাইস্কুল মাঠটি আমরা ইফতার ও দোয়া মাহফিলের জন্য ব্যবহার করেছি। তাই এটি পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। নেতা-কর্মীরা দলকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা থেকেই আমি নিজ হাতে মাঠ পরিষ্কার করেছি।’