ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মহেশপুরে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, অভিযোগ জামায়াতের সমর্থকদের বিরুদ্ধে

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

জমির আইলের ওপর গাছ নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে বিএনপি কর্মী মোহাম্মদ জাফর আলীকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিচারের সালিশের নামে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি গতকাল শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন। নিহত জাফর আলী কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টার, আমির মোড়ল, সজিব ও তারিকুলের বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাফর আলীকে ডেকে নেওয়া হয়। এরপর বিচারের নামে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থানে থাকে। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা বিএনপি গতকাল শুক্রবার বেলা তিনটায় সামন্তা বাজারে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপ্পু, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এদিকে, নিহত বিএনপি কর্মী জাফর আলীর মৃতদেহ হাসপাতাল মর্গে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত ১২ মার্চ রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদরাসা মোড় এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ৬ জন আহত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল জামায়াত সমর্থকদের বিরুদ্ধে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসনার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে জাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকা-ের বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির অভিযোগের বিষয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, এটি দলীয় কোনো বিরোধ ছিল না। পারিবারিক বিরোধ থেকেই এমনটি হয়েছে। হতাহতরা একই পরিবারের সদস্য। তিনি বলেন, এক বছর আগে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এখন সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াতকে দোষারোপ করা হচ্ছে, যা দুঃখজনক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, অভিযোগ জামায়াতের সমর্থকদের বিরুদ্ধে

আপলোড টাইম : ১২:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

জমির আইলের ওপর গাছ নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে বিএনপি কর্মী মোহাম্মদ জাফর আলীকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিচারের সালিশের নামে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি গতকাল শুক্রবার গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন। নিহত জাফর আলী কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টার, আমির মোড়ল, সজিব ও তারিকুলের বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাফর আলীকে ডেকে নেওয়া হয়। এরপর বিচারের নামে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থানে থাকে। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে মহেশপুর উপজেলা বিএনপি গতকাল শুক্রবার বেলা তিনটায় সামন্তা বাজারে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপ্পু, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এদিকে, নিহত বিএনপি কর্মী জাফর আলীর মৃতদেহ হাসপাতাল মর্গে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গত ১২ মার্চ রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদরাসা মোড় এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ৬ জন আহত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল জামায়াত সমর্থকদের বিরুদ্ধে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসনার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে জাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকা-ের বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির অভিযোগের বিষয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, এটি দলীয় কোনো বিরোধ ছিল না। পারিবারিক বিরোধ থেকেই এমনটি হয়েছে। হতাহতরা একই পরিবারের সদস্য। তিনি বলেন, এক বছর আগে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এখন সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াতকে দোষারোপ করা হচ্ছে, যা দুঃখজনক।