ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

শৈলকুপায় নাগরিক সমাজের ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল

দেশে ভোট ডাকাতির রাজত্ব করতে দেয়া হবে না

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব করতে দেয়া হবে না। দিনের ভোট রাতেও করতে দেওয়া হবে না। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া যাবে না। কেউ করতে চাইলে প্রতিহত করা হবে।’ গতকাল শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অসহায় অবস্থায় থেকেছে। অথচ শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ার নজির স্থাপন করেছে।’
নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

শৈলকুপায় নাগরিক সমাজের ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল

দেশে ভোট ডাকাতির রাজত্ব করতে দেয়া হবে না

আপলোড টাইম : ১২:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব করতে দেয়া হবে না। দিনের ভোট রাতেও করতে দেওয়া হবে না। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া যাবে না। কেউ করতে চাইলে প্রতিহত করা হবে।’ গতকাল শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অসহায় অবস্থায় থেকেছে। অথচ শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ার নজির স্থাপন করেছে।’
নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।