ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মুসলিম বিশ্বের শান্তি ও ফিলিস্তিনে নির্যাতিতদের মুক্তি কামনা

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / ৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে রমজান মাসের ফজিলত উপলক্ষে এসব ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ইফতার মাহফিলের পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি ও বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির জন্য দোয়া করা হয়। এসব মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা:
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা শাখার আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রার জন্য সুশাসন অপরিহার্য। জামায়াত ৩টি মূলনীতি সামনে রেখে কাজ করছে, মানবতার কল্যাণ, যোগ্য লোক তৈরি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।’ তিনি আরও বলেন, ‘আমরা দলমত ও ধর্ম নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করি এবং দুস্থ ও অসহায়দের পুনর্বাসনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি।’
রুহুল আমিন আরও বলেন, যাকাতের ক্ষেত্রে প্রতিবার একই ব্যক্তিকে যাকাত দেওয়া ইসলামের পদ্ধতি না, আমরা ছোট ছোট ব্যবসায়ীকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করি। তিনি সকলের মাধ্যমে শিশুদের সুস্থ প্রতিপালনের পাশাপাশি দরিদ্র ছাত্রদের মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, ‘জামায়াতের উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি নয়, বরং দেশের উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আমাদের রাজনীতি করতে হবে। আমরা সংস্কার চাই এবং নিরপেক্ষ নির্বাচন চাই। নৈতিকতা উন্নত না হলে আমরা দেশের উন্নতি অর্জন করতে পারব না।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম.এ চুয়াডাঙ্গা আহ্বায়ক ডা. হাসানুজ্জামান নুপুর, ডা. ফকির মোহাম্মদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার ডা. নাজমুল আরেফিন এবং জামায়াতের চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন ডা. জিন্নাতুল আরা, ডা. আউলিয়ার রহমান, ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. এহসানুল হক তন্ময়, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, ডা. তারিক হাসান শাহিন, ডা. মোহাইমিনুল ইসলাম সাথিল, ডা. সফিকুল ইসলাম, ডা. আল ইমরান জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেসিডেন্ট ডা. শাকিল আহমেদ।
ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখা:
ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুফতি হুসাইন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এসব অধিকার সর্বস্তরের মানুষ ভোগ করতে পারেনি। কারণ, এদেশে যারা শাসন করেছে, তারা শাসনের নামে শোষণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে ধ্বংস করেছে। দেশকে নতুন করে গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা নিতে হবে। আদর্শ যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, ইনশাআল্লাহ।’
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান রনি, এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি হাসিবুল ইসলাম মিঠু, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য মীর শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাজিদুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার প্রচার সম্পাদক এইচ এম হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে এই আয়োজন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বাবুপাড়া জামে মসজিদে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইফতারের আগে রমজানের ফজিলত ও আমল বিষয়ে আলোচনায় অংশ নেন হাফেজ মাওলানা ওমর ফারুক, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান ও মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মীর আসাদুজ্জামান উজ্জল। আলোচকরা পবিত্র রমজানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
আলোচক আসিফ জাহান বলেন, ‘মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রভাষক ও আমেরিকা প্রবাসী জগলুল হক টপি, বণিক সমিতির ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সাবেক ফুটবলার ও ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম, অ্যাডভোকেট আমিরুল ইসলাম লাল্টু, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামসহ প্রায় ৩-৪ শতাধিক মুসল্লি।
হাটবোয়ালিয়া:
হাটবোয়ালিয়া গতকাল সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি সাংবাদিক সোহেল হুদার উদ্যোগে হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সোহেল হুদার পিতা হাজী মোহাম্মদ সমরুল হুদা, তার ছেলে তাহমিদ আল হুদা তাঈফ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, সাংবাদিক মুর্শিদ কলিন, সাংবাদিক সেলিম রেজা ও বিএনপি নেতা মহাবুল ইসলাম মহাব। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন টিকার উদ্দিন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ হাসান সালিম।
জীবননগর:
জীবননগর সাহিত্য পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান আবু তালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা করেন সাহিত্য পরিষদের উপদেষ্টা সদস্য মো. শাহজাহান কবীর ও সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কৃষি বিষয়ক সম্পাদক রাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক আমানউল্লাহ আমান, গ্রন্থাগার সম্পাদক হযরত আলী, মিডিয়া সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান, মো. হেজবুল্লাহ, আজিজুল হক, হাফিজুর রহমান, শামীম, বিক্রম, আহাদ, তাসলিম কবীর, রিংকু মিয়া প্রমুখ।
দর্শনা:
ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা ডিএস মাদরাসার সভাকক্ষে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু। এছাড়াও উপস্থিত ছিল জামায়াত ইসলামী দর্শনা পৌর শাখার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের দর্শনা থানা শাখার সভাপতি লোকমান হোসেন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি সাব্বির রহমান বাঁধন।
আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আন্দুলবাড়ীয়া বাজার খাপাড়ার মোড় সংলগ্ন খান আইস ফ্যাক্টরি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর বিএনপির নেতা শাহজাহান মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু। অনুষ্ঠানে ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া খাঁপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন। ইফতার ও দোয়া মাহফিলে পাঁচ শতাধিক রোজাদার অংশ নেন।
মেহেরপুর সদর:
মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় পৌর ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থানপাড়ায় এই আয়োজন হয়। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমকে খাইরুল বাশার, আলমগীর খান ছাতু, ইলিয়াস আলী, আনছারুল হক ও ওমর ফারুক লিটন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজলসহ ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন জামিন উদ্দিন, সহসভাপতি আনারুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ ও আব্দুল ওহাব ঝন্টু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন ও সমাজসেবা সম্পাদক স্বপন।
বারাদী:
মেহেরপুরের বারাদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ বারাদী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বারাদী বাজারের নাজিম প্লাজার দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করেন জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রফিক উল আলম, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মুসলিম বিশ্বের শান্তি ও ফিলিস্তিনে নির্যাতিতদের মুক্তি কামনা

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে রমজান মাসের ফজিলত উপলক্ষে এসব ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ইফতার মাহফিলের পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি ও বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির জন্য দোয়া করা হয়। এসব মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা:
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চুয়াডাঙ্গা শাখার আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রার জন্য সুশাসন অপরিহার্য। জামায়াত ৩টি মূলনীতি সামনে রেখে কাজ করছে, মানবতার কল্যাণ, যোগ্য লোক তৈরি, এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।’ তিনি আরও বলেন, ‘আমরা দলমত ও ধর্ম নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করি এবং দুস্থ ও অসহায়দের পুনর্বাসনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি।’
রুহুল আমিন আরও বলেন, যাকাতের ক্ষেত্রে প্রতিবার একই ব্যক্তিকে যাকাত দেওয়া ইসলামের পদ্ধতি না, আমরা ছোট ছোট ব্যবসায়ীকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করি। তিনি সকলের মাধ্যমে শিশুদের সুস্থ প্রতিপালনের পাশাপাশি দরিদ্র ছাত্রদের মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, ‘জামায়াতের উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি নয়, বরং দেশের উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আমাদের রাজনীতি করতে হবে। আমরা সংস্কার চাই এবং নিরপেক্ষ নির্বাচন চাই। নৈতিকতা উন্নত না হলে আমরা দেশের উন্নতি অর্জন করতে পারব না।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম.এ চুয়াডাঙ্গা আহ্বায়ক ডা. হাসানুজ্জামান নুপুর, ডা. ফকির মোহাম্মদ, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয় কমিটির ট্রেজারার ডা. নাজমুল আরেফিন এবং জামায়াতের চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন ডা. জিন্নাতুল আরা, ডা. আউলিয়ার রহমান, ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. এহসানুল হক তন্ময়, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, ডা. তারিক হাসান শাহিন, ডা. মোহাইমিনুল ইসলাম সাথিল, ডা. সফিকুল ইসলাম, ডা. আল ইমরান জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেসিডেন্ট ডা. শাকিল আহমেদ।
ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখা:
ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুফতি হুসাইন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এসব অধিকার সর্বস্তরের মানুষ ভোগ করতে পারেনি। কারণ, এদেশে যারা শাসন করেছে, তারা শাসনের নামে শোষণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে ধ্বংস করেছে। দেশকে নতুন করে গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা নিতে হবে। আদর্শ যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, ইনশাআল্লাহ।’
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান রনি, এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল হাকিম, সেক্রেটারি হাসিবুল ইসলাম মিঠু, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য মীর শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাজিদুল ইসলাম মুকুল ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ইসলামী যুব আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার প্রচার সম্পাদক এইচ এম হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে এই আয়োজন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বাবুপাড়া জামে মসজিদে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইফতারের আগে রমজানের ফজিলত ও আমল বিষয়ে আলোচনায় অংশ নেন হাফেজ মাওলানা ওমর ফারুক, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান ও মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মীর আসাদুজ্জামান উজ্জল। আলোচকরা পবিত্র রমজানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
আলোচক আসিফ জাহান বলেন, ‘মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের মুক্তির জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রভাষক ও আমেরিকা প্রবাসী জগলুল হক টপি, বণিক সমিতির ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সাবেক ফুটবলার ও ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম, অ্যাডভোকেট আমিরুল ইসলাম লাল্টু, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলামসহ প্রায় ৩-৪ শতাধিক মুসল্লি।
হাটবোয়ালিয়া:
হাটবোয়ালিয়া গতকাল সন্ধ্যায় দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি সাংবাদিক সোহেল হুদার উদ্যোগে হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সোহেল হুদার পিতা হাজী মোহাম্মদ সমরুল হুদা, তার ছেলে তাহমিদ আল হুদা তাঈফ, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, সাংবাদিক মুর্শিদ কলিন, সাংবাদিক সেলিম রেজা ও বিএনপি নেতা মহাবুল ইসলাম মহাব। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন টিকার উদ্দিন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি সাঈদ হাসান সালিম।
জীবননগর:
জীবননগর সাহিত্য পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান আবু তালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা করেন সাহিত্য পরিষদের উপদেষ্টা সদস্য মো. শাহজাহান কবীর ও সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কৃষি বিষয়ক সম্পাদক রাজেদুল ইসলাম, প্রচার সম্পাদক আমানউল্লাহ আমান, গ্রন্থাগার সম্পাদক হযরত আলী, মিডিয়া সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান, মো. হেজবুল্লাহ, আজিজুল হক, হাফিজুর রহমান, শামীম, বিক্রম, আহাদ, তাসলিম কবীর, রিংকু মিয়া প্রমুখ।
দর্শনা:
ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় দর্শনা ডিএস মাদরাসার সভাকক্ষে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু। এছাড়াও উপস্থিত ছিল জামায়াত ইসলামী দর্শনা পৌর শাখার সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের দর্শনা থানা শাখার সভাপতি লোকমান হোসেন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি সাব্বির রহমান বাঁধন।
আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আন্দুলবাড়ীয়া বাজার খাপাড়ার মোড় সংলগ্ন খান আইস ফ্যাক্টরি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর পৌর বিএনপির নেতা শাহজাহান মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু। অনুষ্ঠানে ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া খাঁপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন। ইফতার ও দোয়া মাহফিলে পাঁচ শতাধিক রোজাদার অংশ নেন।
মেহেরপুর সদর:
মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় পৌর ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থানপাড়ায় এই আয়োজন হয়। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমকে খাইরুল বাশার, আলমগীর খান ছাতু, ইলিয়াস আলী, আনছারুল হক ও ওমর ফারুক লিটন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম সজলসহ ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন জামিন উদ্দিন, সহসভাপতি আনারুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ ও আব্দুল ওহাব ঝন্টু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন ও সমাজসেবা সম্পাদক স্বপন।
বারাদী:
মেহেরপুরের বারাদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ বারাদী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বারাদী বাজারের নাজিম প্লাজার দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করেন জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রফিক উল আলম, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।